www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অর্থহীন

হাতি ওড়ে আকাশে
পাখি খায় ঘাস
মাছেরা ডাঙায় উঠে
নেয় যে নিঃশ্বাস ।
হরিণের পায়ে ব্যেথা
চালাচ্ছে সে কার
এই দেখে জিরাফ ভায়া
দিচ্ছে চিৎকার ।
ছাগলের এক থাবায়
মারা গেছে চিতা
এযুগেও দেখছি আমি
কত সতী সীতা ।
মহিলারা বয়কট
করেছে P.N.P.C
তাই দেখে ব্যাঙ সোনা
করেছে যে হিসি ।
বাক্য হয়েও এগুল যেন
বাক্য যে নয়
ভাল হত ,যোগ হত যদি
আরো গোটা কয় ।
যেমন ধরুন
বাংলাদেশের উন্নতিটা হবে
সবাই তাদের আপন পদে
সৎ ভাবে রবে ।
রাজনীতিটা পেশা নয়
মহৎ একটি কর্ম ।
মানুষের সেবা করা
মানুষের ধর্ম ।
হতাম যদি মেমবার আমি
ব্যাকরণ অথরিটির
দিতেম এদের যোগ্যতাহীন
বাক্যের স্বীকৃতি ।
ভেবনা হয়েছে মতিভ্রম
বা মস্তিষ্কের বিকৃতি ,
সুন্দর দেশের আশা যেন
আমার কাছে স্মৃতি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফিরোজ মানিক ১১/০২/২০১৫
    সত্যিই যেন সুুন্দর দেশের আশা আমাদের কাছে স্মৃতি। দারুণ হয়েছে।
  • চমৎকার হয়েছে। যেন বাস্তবতা......
  • সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫
    valo lekhate thakun@@@@
  • জহির রহমান ১০/০২/২০১৫
    ভালো লিখেছেন... :D
    শুভ কামনা।
    • নিহাল নাফিস ১১/০২/২০১৫
      grin
  • নাবিক ১০/০২/২০১৫
    হু শেষের কথাগুলো ভালোই লাগলো।
 
Quantcast