নীরবতা
আজ ঘুম ধরেছে চোখের পাতায়
হিসেব বাকি জীবন খাতায়,
আজ রাত্রি ঘুমবো আমি
ডাকিস নারে কেহ ।
কাল মরন হলে দেখতে পাবি
আমার নিথর দেহ ।
থাকবি পাশে ডাকবি আমায়
শুনবনাক হায় ,
দেখবি আমার নিথর দেহ
দিচ্ছে নাকো সায় ।
কাঁদবি সেদিন আমার তরে ?
করবি হাহাকার ?
নাকি শোনাবি কাল উল্লাস ধ্বনি
আনন্দ চিত্কার ?
থাকবিনা তুই নিরব ওরে
পড়বে দেখিস দুচোখ বেয়ে
একটুখানি জল ,
কাঁদবি নাকি বলনা আমায়
কাঁদবি কিনা বল ??
জীবন খাতার পাতায় পাতায়
করেগেছি কত ভুল
তবুও পাপীর সাধ জাগে হায়
পেতে গোলাপ ফুল ,
ছিলি তুই মোর চোখের মণি
ছিলি কিনা বল ?
আজ আমার তরে ফেলবি না তুই
একটু চোখের জল !
কাল দেখবি যখন চলে গেছি
আমি জগত্ ছেড়ে
করবিনা তুই যাচাই ওরে
হাতখানা মোর নেড়ে ?
নাকি রইবি সেথায় ঠায় দাড়িয়ে
ভাববি মনে মনে
ডাকব নাকি যদি সে হায়
একটুখানি শোনে ।
জানি চাইবিরে তুই হাসতে সেদিন ।
পারবিনাকো হায়
অন্তর তোর সেদিন ওরে
দেবেনাকো যে সায় ।
জানি চাইবি সেদিন আমায় টেনে
বলতে কিছু কথা
ফিরতি জবাব আসবে সেদিন
শুধুই নীরবতা ।
হিসেব বাকি জীবন খাতায়,
আজ রাত্রি ঘুমবো আমি
ডাকিস নারে কেহ ।
কাল মরন হলে দেখতে পাবি
আমার নিথর দেহ ।
থাকবি পাশে ডাকবি আমায়
শুনবনাক হায় ,
দেখবি আমার নিথর দেহ
দিচ্ছে নাকো সায় ।
কাঁদবি সেদিন আমার তরে ?
করবি হাহাকার ?
নাকি শোনাবি কাল উল্লাস ধ্বনি
আনন্দ চিত্কার ?
থাকবিনা তুই নিরব ওরে
পড়বে দেখিস দুচোখ বেয়ে
একটুখানি জল ,
কাঁদবি নাকি বলনা আমায়
কাঁদবি কিনা বল ??
জীবন খাতার পাতায় পাতায়
করেগেছি কত ভুল
তবুও পাপীর সাধ জাগে হায়
পেতে গোলাপ ফুল ,
ছিলি তুই মোর চোখের মণি
ছিলি কিনা বল ?
আজ আমার তরে ফেলবি না তুই
একটু চোখের জল !
কাল দেখবি যখন চলে গেছি
আমি জগত্ ছেড়ে
করবিনা তুই যাচাই ওরে
হাতখানা মোর নেড়ে ?
নাকি রইবি সেথায় ঠায় দাড়িয়ে
ভাববি মনে মনে
ডাকব নাকি যদি সে হায়
একটুখানি শোনে ।
জানি চাইবিরে তুই হাসতে সেদিন ।
পারবিনাকো হায়
অন্তর তোর সেদিন ওরে
দেবেনাকো যে সায় ।
জানি চাইবি সেদিন আমায় টেনে
বলতে কিছু কথা
ফিরতি জবাব আসবে সেদিন
শুধুই নীরবতা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১০/০২/২০১৫
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৯/০২/২০১৫আবার পড়লাম ভাইয়া.......আবার মন্তব্য করলাম।।
সুন্দর!!
কবিতাটা একটু এডিট করে ছন্দ-মাত্রা আরও গোছালে, আরও সুন্দর হবে..... -
শাহাদত হোসেন চৌধুরী ০৯/০২/২০১৫সুন্দর হয়েছে
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/০২/২০১৫ছন্দময় কবিতাটি বেশ ভালো লাগলো।
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ০৮/০২/২০১৫খুব ভাল লাগল। বেশ আবেগ লাগানো। নিখুঁত অন্ত্যানুপ্রাস।
ভাই, আপনার কবিতাটিতে মাঝে মাঝে মাত্রাগত কিছুটা সমস্যা আছে। এদিকে একটু নজর দিলে কবিতাটি আরও সুখ পাঠ্য হত। তারপরও বলব, কবিতাটি সুন্দর হয়েছে।
ধন্যবাদ। -
ডিবেটার সাদ্দাম হোসেন ০৮/০২/২০১৫ভাই হারিয়ে গিয়েছিলাম কবিতার মাঝে।। মনে হচ্ছে আমিই বলছি, মনে মনে আবৃত্তি করছি।।
অসাধারন!! -
ফিরোজ মানিক ০৮/০২/২০১৫কিসের আশায় বান্ধো ঘর মন এই দুনিয়ার পরে, একদিন তোমার বাড়ি হবে অন্ধকার কবরে। দারুণ লেখা হয়েছে কবি। তাল লয় ছন্দ চমৎকার।
-
সবুজ আহমেদ কক্স ০৮/০২/২০১৫দারুণ ভালো লাগলো........................
-
আজাদ বাঙালি ০৮/০২/২০১৫আপনার নীরবতা কিবতাটি খুবই ভালো লেগেছে।
স্থায়ী নীরব না হওয়ার আগে থামবেন না -
সবুজ আহমেদ কক্স ০৮/০২/২০১৫fine so nice @@@@
শুভ কামনা কবি!!