পন্ড শ্রম
একলা আমি অন্তর্জামি
আমার ডাক না শোনে ।
বৃদ্ধ এ হাড় শীতের প্রকোপে
কাপছে ক্ষণে ক্ষণে ।
ভিজে গেছে গাল চোখের জলে
নোনতা তাহার স্বাদ,
জীবনে আজ বাকি নেই কিছু
পড়ে আছে তাই বিষাদ ।
তিলে তিলে তাকে বড় করেছি
আগলে রেখেছি বুকে ,
আজ কি তাহার শাস্তি পাচ্ছি
মরন জ্বালায় ধুকে ?
বাছা আজ মোর ভুলে গেছে তার
গর্ভধারিনী মাকে,
মায়ের কথা তার কানে হায়
পাগল প্রলাপ লাগে ।
রেখে গেছে মোরে শুন্য ঘরে
যেথা বাগান রয়েছে ফুলের,
আদর সোহাগে লালন করে
মাশুল গুনছি ভুলের ।
একটা বিছানা ,একখানি লেপ
প্রলেপ দিয়ে গায়,
প্রতিবছর হাড় কাপানো
শীতের রাত পোহায়।
অসুখে তার ঘুমইনিকো
জেগেছিনু কত রাত,
আজ বৃদ্ধ বয়সে নিজের মাথায়
নিজেই বুলাই হাত ।
মানুষ তাকে করতে ওরে
দিয়েছিনু কত শ্রম,
আজ তারই ফল দিলো সে
এই বৃদ্ধাশ্রম ?
আমার ডাক না শোনে ।
বৃদ্ধ এ হাড় শীতের প্রকোপে
কাপছে ক্ষণে ক্ষণে ।
ভিজে গেছে গাল চোখের জলে
নোনতা তাহার স্বাদ,
জীবনে আজ বাকি নেই কিছু
পড়ে আছে তাই বিষাদ ।
তিলে তিলে তাকে বড় করেছি
আগলে রেখেছি বুকে ,
আজ কি তাহার শাস্তি পাচ্ছি
মরন জ্বালায় ধুকে ?
বাছা আজ মোর ভুলে গেছে তার
গর্ভধারিনী মাকে,
মায়ের কথা তার কানে হায়
পাগল প্রলাপ লাগে ।
রেখে গেছে মোরে শুন্য ঘরে
যেথা বাগান রয়েছে ফুলের,
আদর সোহাগে লালন করে
মাশুল গুনছি ভুলের ।
একটা বিছানা ,একখানি লেপ
প্রলেপ দিয়ে গায়,
প্রতিবছর হাড় কাপানো
শীতের রাত পোহায়।
অসুখে তার ঘুমইনিকো
জেগেছিনু কত রাত,
আজ বৃদ্ধ বয়সে নিজের মাথায়
নিজেই বুলাই হাত ।
মানুষ তাকে করতে ওরে
দিয়েছিনু কত শ্রম,
আজ তারই ফল দিলো সে
এই বৃদ্ধাশ্রম ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ০৬/০২/২০১৫চমৎকার,
-
সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫ভালো ...............।।...লাগলো অনেক
-
অ ০৫/০২/২০১৫কবিতা ও প্রতিপাদ্য বিষয় দুটোই সুন্দর ,
শুভেচ্ছা রইল । -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৫/০২/২০১৫প্রথম লেখা। ভালো লিখেছেন। তারুন্যে আপনাকে সু-স্বাগতম। চালিয়ে যান। শুভ কামনা রইলো।
-
শ্রাবনের মেঘ ০৪/০২/২০১৫বেশ ভাল লাগল
-
ফিরোজ মানিক ০৪/০২/২০১৫লেখাটা ভাল লাগলো তাই প্রিয়তে রাখলাম। অভিনন্দন কবি।