www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি মৃত আত্মার এপিটাফ

আমার বেদনা বহনযোগ্য নয় —
তাই আমি এই পৃথিবী ত্যাগ করলাম -
হে মানবসকল এবং হে প্রকৃতির সকল বিচরণকারী সদস্য – তোমরা জেনে নাও এ পৃথিবীর বঞ্চনায় আমি এক অতৃপ্ত আত্মা ।এই পৃথিবীর প্রতি ইঞ্চি ধুলোয় আমার আত্মার প্রিয় ভালবাসার আস্বাদ মিশে আছে – এই ধুলো ,এই জল , এই বৃক্ষ ,এই ছোট ঘাসফুল তোমাদের প্রতি আমার আজন্ম ভালবাসা আমি যুগে যুগে বহন করেছি – দেখো আমি ফের জোছনা হয়ে আসবো আমার প্রিয় চাঁদের সাথে আমার এই প্রিয় পৃথিবীতে -

হে আমার প্রিয় নদী -

তুমি জেনে নাও তোমার প্রতি আমার ভালবাসা ! আমার দেহের প্রতিটি সুক্ষ্ম সুক্ষ্ম অণু পরমাণু তোমার সাথে মগ্ন হয়ে মিশে যেতে চেয়েছে ! তোমার নরম জল , তোমার প্রলয়ংকারী হিরন্ময় রূপ সব আমার বেদনার সাথে পল পল করে মিশেছিল ! আমি তিলে তিলে তোমাকে জানাতে চেয়েছি – এই আমার আত্মার ক্রন্দন ! তুমি বোঝোনি — তুমি বোঝ না – তুমি তোমার মত নীরবে কুল কুল করে বয়ে গিয়ে নিঃশেষ হও !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ০৬/১১/২০১৩
    হৃদয় স্পর্শ করলো নিদারুন আবেগে পরিপূর্ণ শব্দগুলি!
  • সহিদুল হক ০৬/১১/২০১৩
    হৃদয় স্পর্শ করলো নিদারুন আবেগে পরিপূর্ণ শব্দগুলি!
  • গহীনে থাকা ব্যথা গুলো র চমৎকার অনুভূতি র প্রকাশ।ভালো লাগলো।
  • Înšigniã Āvî ০৬/১১/২০১৩
    aamio Sayem Khan er sathe ekmot
  • সায়েম খান ০৬/১১/২০১৩
    আত্বহত্যার মাঝে কোন কৃতিত্ব নেই, বরং হাজার প্রতিকূলতার মাঝে যুদ্ধ করে বেঁচে থাকাটাই স্বার্থকতা। ধন্যবাদ।
    • নাজমুন নাহার ০৬/১১/২০১৩
      কে মরতে চায় ! অনেকে সুসাইড করে ।আমি বেদনার জায়গাটা ধরতে চেয়েছি ।
      হা হা ! কে মরতে চায় রে ভাই !
 
Quantcast