শকুন্তলার মত আমিও তোমাকে খুঁজবো
আমার না খুব ইচ্ছে আমি তপোবনে যাই
এটা আমার খুব গোপন ইচ্ছে
তোমাকে আজ জানালাম -
শকুন্তলার মত আমিও তোমাকে খুঁজবো
খুঁজতেই থাকবো -
আচ্ছা বল তো তুমি তখন কোথায় লুকুবে ?
তোমার তো রাজ্য নেই
প্রজা নেই
অমন একটা বনও নেই
তুমি এ যুগের সন্ন্যাসীর মত শুধুই হিমু হবার ভাব কর
তুমি যে এক সাগর ভালবাসা নিয়ে ঘুরে বেড়াও সে কি আর আমি বুঝিনে ?
আড়ালে আড়ালে আমার ওরকম দস্যিপনা দেখে ভাব কর এমন যে নাহ
তুমি এসব ভাবোই না !
আমারো ভাব তাই
তুমি এরকম শান্ত সন্যাসী হবার ভাব কর আর যাই কর
তোমার অন্দর মহল আমার জানা হয়েছে -
ওখানে তোমার ছোট্ট শালিখটা বেশ আছে তো !
আর ঐ যে ময়না পাখি !
সে বুঝি নিত্যই কুটুম কুটুম বলে চেঁচামেচি করে ?
এটা আমার খুব গোপন ইচ্ছে
তোমাকে আজ জানালাম -
শকুন্তলার মত আমিও তোমাকে খুঁজবো
খুঁজতেই থাকবো -
আচ্ছা বল তো তুমি তখন কোথায় লুকুবে ?
তোমার তো রাজ্য নেই
প্রজা নেই
অমন একটা বনও নেই
তুমি এ যুগের সন্ন্যাসীর মত শুধুই হিমু হবার ভাব কর
তুমি যে এক সাগর ভালবাসা নিয়ে ঘুরে বেড়াও সে কি আর আমি বুঝিনে ?
আড়ালে আড়ালে আমার ওরকম দস্যিপনা দেখে ভাব কর এমন যে নাহ
তুমি এসব ভাবোই না !
আমারো ভাব তাই
তুমি এরকম শান্ত সন্যাসী হবার ভাব কর আর যাই কর
তোমার অন্দর মহল আমার জানা হয়েছে -
ওখানে তোমার ছোট্ট শালিখটা বেশ আছে তো !
আর ঐ যে ময়না পাখি !
সে বুঝি নিত্যই কুটুম কুটুম বলে চেঁচামেচি করে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০১/১১/২০১৩khub bhalo
-
আহমাদ সাজিদ ৩১/১০/২০১৩ভাল হয়েছে।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩চমৎকার লিখেছেন।