নাক্চাবি
একসময় তার হাতের হাড়গুলো জোড়া ভেঙ্গে খুলে আসলো
পায়ের হাড়গুলো সব আলাদা আলাদা হয়ে মাটির সাথে মিশে গেল
চুলগুলো শনের মত বাতাসে ভাসতে লাগলো
শুধু তার পদ্ম চোখজোড়া জেগে রইল ,
যাদের ও ভালবাসতো তাদের ছবি তার চোখে
রজনীগন্ধার সুবাস নিয়ে জেগে জেগে
ভালবাসি ভালবাসি মিষ্টি গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিল
কতদিন যে এই পোড়ার চোখে ঘুম ছিল না –
আআহ ঘুম –
বলে বলে ঘুমের দেশে যেতে যেতে তার যে মিষ্টি নাকচাবি ছিল
সেটিকে সে মনে মনে খুঁজতে থাকলো
খুঁজতেই থাকলো —-
পায়ের হাড়গুলো সব আলাদা আলাদা হয়ে মাটির সাথে মিশে গেল
চুলগুলো শনের মত বাতাসে ভাসতে লাগলো
শুধু তার পদ্ম চোখজোড়া জেগে রইল ,
যাদের ও ভালবাসতো তাদের ছবি তার চোখে
রজনীগন্ধার সুবাস নিয়ে জেগে জেগে
ভালবাসি ভালবাসি মিষ্টি গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিল
কতদিন যে এই পোড়ার চোখে ঘুম ছিল না –
আআহ ঘুম –
বলে বলে ঘুমের দেশে যেতে যেতে তার যে মিষ্টি নাকচাবি ছিল
সেটিকে সে মনে মনে খুঁজতে থাকলো
খুঁজতেই থাকলো —-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ৩১/১০/২০১৩খুব সুন্দর....
-
আরজু নাসরিন পনি ৩০/১০/২০১৩সুখ স্বপনে
শান্তি শ্মশানে ।।
ছোটবেলায় মুরুব্বীদের কাছ থেকে এই কথা বেশ শুনতাম ।
আজ আপনার লেখা পড়ে সেই কথঅ মনে পড়ে গেল ।
সুন্দর কবিতা ।
শুভেচ্ছা রইল, নাজমুন ।। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/১০/২০১৩ভালো হয়েছে।