তুমি বলেছ তোমার প্রিয় ফুল জবা
তুমি বলেছ তোমার প্রিয় ফুল জবা
আমি বলেছি আমার হাস্না হেনা
আমার কৃষ্ণচূড়া
আমার রজনীগন্ধা
আমার রক্তকরবী
আমার বকুল
আমার শিউলি
আমার ছোট ঘাসফুল
আমার নীল অপরাজিতা
তুমি থামিয়ে দিলে
আমার ঠোঁটে আঙ্গুল রেখে বললে
আসলে এই জবা আমি
তুমি নাকি আমাকেই ভালবাস প্রিয় জবা বলে
আচ্ছা তাহলে আমার কি ফুল প্রিয় বল তো !
আমি বলেছি আমার হাস্না হেনা
আমার কৃষ্ণচূড়া
আমার রজনীগন্ধা
আমার রক্তকরবী
আমার বকুল
আমার শিউলি
আমার ছোট ঘাসফুল
আমার নীল অপরাজিতা
তুমি থামিয়ে দিলে
আমার ঠোঁটে আঙ্গুল রেখে বললে
আসলে এই জবা আমি
তুমি নাকি আমাকেই ভালবাস প্রিয় জবা বলে
আচ্ছা তাহলে আমার কি ফুল প্রিয় বল তো !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ ভুঁইঞা বিপ্লব ০১/১১/২০১৩অপূর্ব ! চমৎকার সুন্দর লেখনি...খুব ভালো লাগলো......।।
-
Înšigniã Āvî ৩১/১০/২০১৩খুব, খুব দারুন, খুব সুন্দর ।
-
চন্দ্রশেখর ২৬/১০/২০১৩আমি শেয়ালকাটার ফুল দেখে অবাক হয়ে যাই। এত ক্ষুদ্র ফুলের প্রতিটি পাপড়িতে কত রঙের বাহার আর কি অসাধারণ তাঁর কারুকাজ। পাচিলের গাঁয়ের নামগোত্রহীন সেই ফুল হয়ে আমি কিন্তু সবার ভালবাসার দাবিদার হতে পারি। তুমি কি নামে দাকবে বল আপু,
-
আরজু নাসরিন পনি ১৮/১০/২০১৩দারুণ উপমায় সাজিয়েছেন তো !
'জবা' যদি কবিতার নায়িকা হয় তবে আমি কবিতার নায়ককে 'বকুল' ডাকতে রাজি আছি । যার কাছ থেকে সুবাস ছড়িয়ে হৃদয়কে ভরিয়ে রাখে ।
তবে এর বাইরে আমি ফুল হিসেবে ঘাসফুল আর নীল অপরাজিতাকে এগিয়ে রাখবো ।
কবিতায় ভালো লাগা রইল ।
কবির জন্যে অনেক শুভেচ্ছা ।। -
সুবীর কাস্মীর পেরেরা ১৮/১০/২০১৩অনবদ্য নাহার আপা
-
আহমাদ সাজিদ ১৭/১০/২০১৩বাহ। চমত্কার। ধন্যবাদ