জোছ্না বিহীন একাকী রজনী
শুয়ে শুয়ে ছাদের কড়িকাঠ গুনলে হয়
এখানে তাও নেই
মিহিন রঙ এর পলিশ --
কিছু করার নেই আসলে
এরকম অন্ধকার জোছনা বিহীন রাতে
না আকাশ না জ্বলজ্বলে তারা না তুমি
একাকী অমাবস্যা পার করা ।
জোছনা এলে তোমাকে খুঁজে নেব বেশ
সে তুমি জানো বলেই
ডুব মারো অন্ধকারের রজনী এলে
এখানে তাও নেই
মিহিন রঙ এর পলিশ --
কিছু করার নেই আসলে
এরকম অন্ধকার জোছনা বিহীন রাতে
না আকাশ না জ্বলজ্বলে তারা না তুমি
একাকী অমাবস্যা পার করা ।
জোছনা এলে তোমাকে খুঁজে নেব বেশ
সে তুমি জানো বলেই
ডুব মারো অন্ধকারের রজনী এলে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ৩১/১০/২০১৩খুব সুন্দর
-
ফাহমিদা ফাম্মী ৩০/১০/২০১৩খুব সুন্দর কবিতা...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩অল্প পরিসরে খুবই চমৎকার একটি কবিতা।সত্যি অসাধারণ।খুবই ভালো লাগলো।।ধন্যবাদ আপনার কবিতা র জন্য।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
-
আরজু নাসরিন পনি ১৫/১০/২০১৩জোছনা এলে তোমাকে খুঁজে নেব বেশ
সে তুমি জানো বলেই
ডুব মারো অন্ধকারের রজনী এলে...
ইসস্ !
কষ্টমাখা অভিমান বড্ড বাজলো যেন ।
খুব ভালো লাগা রইল নাজমুন ।
ঈদের শুভেচ্ছা রইল ।। -
সুবীর কাস্মীর পেরেরা ১৪/১০/২০১৩খুব ভাল লাগল নাহার আপা