আজ নদী হবে তুমি
তোমার সুপার ন্যাচারাল ক্ষমতা দিয়ে এই বোকা বাক্স ভেদ করে আজ নদী হবে এই আমার সামনে ।
আমি মুছার সেই ম্যাজিক লাঠি ছুঁইয়ে দেব তোমার নদীতে । তোমার বুক দু'টুকরো হবে ,সেখানে নীল সবুজ একটা পথ হবে , দু'পাশে সবুজ মসৃন ঘাসের কার্পেট আর ঝোপঝাড়ের ছোট জঙ্গলে আমার দু চক্ষু জুড়িয়ে যাবে ।আমি বাড়ি বানাবো তোমার বাঁ'দিকের বুক বরাবর আর তোমার যে দুহাত নদী হয়ে দুদিকে বয়ে গেছে সে দুহাতে আমি গুচ্ছ গুচ্ছ শিউলি হাস্নাহেনা আর সন্ধ্যামালতি ফুল দেব - তোমার নদীতে চুল ভেজাব
-চোখে নেব তোমার টলটলে কাকচক্ষু জল -তুমি সেই চোখ দেখে দেখে ফের নতুন নদী হবার ইচ্ছে করে মরে যেতে চেও - আমি কিছু বলবো না বিশ্বাস কর !
এই শোন - তুমি কিন্তু ওরকম রেগে যেও না , রেগে গিয়ে লাল চোখে আমার দিকে তাকিও না ।
তাহলে কিন্তু আমিও এই তোমার সামনে পুড়তে পুড়তে গলে জল হয়ে যাব ।তুমি তখন সেই জল হাতে নিলেই দেখতে পাবে আমি বাস্প হয়ে গেছি ।
আমি মুছার সেই ম্যাজিক লাঠি ছুঁইয়ে দেব তোমার নদীতে । তোমার বুক দু'টুকরো হবে ,সেখানে নীল সবুজ একটা পথ হবে , দু'পাশে সবুজ মসৃন ঘাসের কার্পেট আর ঝোপঝাড়ের ছোট জঙ্গলে আমার দু চক্ষু জুড়িয়ে যাবে ।আমি বাড়ি বানাবো তোমার বাঁ'দিকের বুক বরাবর আর তোমার যে দুহাত নদী হয়ে দুদিকে বয়ে গেছে সে দুহাতে আমি গুচ্ছ গুচ্ছ শিউলি হাস্নাহেনা আর সন্ধ্যামালতি ফুল দেব - তোমার নদীতে চুল ভেজাব
-চোখে নেব তোমার টলটলে কাকচক্ষু জল -তুমি সেই চোখ দেখে দেখে ফের নতুন নদী হবার ইচ্ছে করে মরে যেতে চেও - আমি কিছু বলবো না বিশ্বাস কর !
এই শোন - তুমি কিন্তু ওরকম রেগে যেও না , রেগে গিয়ে লাল চোখে আমার দিকে তাকিও না ।
তাহলে কিন্তু আমিও এই তোমার সামনে পুড়তে পুড়তে গলে জল হয়ে যাব ।তুমি তখন সেই জল হাতে নিলেই দেখতে পাবে আমি বাস্প হয়ে গেছি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৮/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/১০/২০১৩চমৎকার হয়েছে।যদিও একটু রহস্যময়।আরোও সহজ সাবলীল হলে খুবই ভালো লাগতো।তবুও ভাল. লাগলো।ধন্যবাদ।
-
সুবীর কাস্মীর পেরেরা ০৮/১০/২০১৩খুব ভাল লাগল নাহার আপা।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৮/১০/২০১৩অসাধারণ প্রকৃতির রূপ রস নিয়ে কোরান তাওরাত এর ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে লেখা এমন চমৎকার বিষয় খুব অল্পই দেখা যায়। খুব ভালো লেগেছে
পড়তে পড়তে এক ঘোর লেগে যায়......
মন চায় হারাতে