www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দূরের বাদ্য

সেদিন ছিল সেই আশ্চর্য বিকেল
তিনি বললেন “বসতে পারি প্লিজ ?
যদিও পাশের সিটটি খালিই ছিল
তবু অনিচ্ছাকৃত হ্যাঁ বলে তাঁকে বসতে দিলেম’‘
লাজুক এবং চশমা চোখের ভদ্রলোক
দেখেই ভাল লাগার ঘোর তৈরী হয়।
উনি সেই যে বসেই মুখে কুলুপ আঁটলেন —
আমি ট্রেনের জানালা দিয়ে দেখি সবুজ শস্যের গ্রাম আর মাঠ
ছুটে যাচ্ছে তারা আমাদের সাথেই
কতক্ষণ চুপ থাকা যায় ?
জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন ?
উনি ইতস্তত করলেন
ভেতরে সন্দেহের ঘোর কি ?
হঠাতই বৃষ্টি !
আহ কেন যে আসে বৃষ্টি ?
একেলা সুখের মত পাশে এসে
জানান দেয় সবগুলো ভাললাগার ঘোর –
যিনি আছেন পাশে, ছুঁয়ে দিতে পারেন হাত
নাহ এটুকু অভদ্র তিনি হতে পারেন না
একাকী বিষণ্ণ হই ফের
কতজনের চোখে আমি নীল নয়না সুন্দরী
তার কি চোখে পড়ে না ?
চা নিয়ে এল ট্রেনের সেবক
তিনি এক কাপ নিয়ে আর এক কাপ আমাকে দিলেন
এরপর ভেঙ্গে গেল সব বাঁধ
গল্পে গল্পে কেটে গেল কতটা বুনো সময় !
ঝিক ঝিক ট্রেনের ঝম ঝম নৃত্যে
এলাম বুঝি ?
এত তাড়াতাড়ি কেন যে সময় যায় ?
নেমে যাওয়ার সময় হল বলে –
তিনি উঠলেন।
লিখে দিলেন মুঠোফোনের আঁকাবাঁকা নম্বর গুলো
বাসায় এসে যথারীতি মনে হল তাঁকে
একটা কল করলেই হয়
নাহ কি হবে ?
বলে রেখে দিয়েছি মুঠোফোনের সংখ্যাগুলো সুগন্ধী রুমালের সাথে
মাঝে মাঝে দেখা হয় ওদের সাথে
ইচ্ছে করে ডায়াল করি
জিজ্ঞেস করি
কেমন আছেন ?
হয়নি তাঁকে কল করা
কি হবে দূরের অলীক ভালবাসাবাসি কাছে এনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • suman ১৩/১০/২০১৩
    চমতকার !!!
  • রোদের ছায়া ৩০/০৯/২০১৩
    খুব খুব ভালো লাগা মনের ভিতর জড়ো হল। এরকম একটা ভ্রমনের ইচ্ছা জাগছে মনে ।
  • মন ছুয়ে যাওয়ার কবিতা নাহার আপা
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    মন ছুঁয়ে যাওয়া লেখা.......
  • ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩
    বেশ গল্পময় কবিতা, ভালো লাগলো আপু
  • কী হবে এমন স্মৃতি রোমন্থনে! যে স্মৃতি
    জাগে মনে অকারণে বারবার। সুদুর অতিথি
    হয়ে এঁকে দেয় ভাবনার বিরল সম্পাদ্য
    বেহাগের ঠুমরীতে বাজে এক দূরের বাদ্য
    অনবদ্য কবিতা খুব ভালো লেগেছে
  • সহিদুল হক ২৯/০৯/২০১৩
    অসাধারণ! এক নতুন নাজমুন নাহারকে পাওয়া গেল।কবিতার আঙ্গিকটাও খুব সুন্দর।
    • নাজমুন নাহার ৩০/০৯/২০১৩
      ধন্যবাদ সহিদুল হক ।ভাল থাকবেন /
  • নির্ঝর রাজু ২৯/০৯/২০১৩
    কবিতা পাঠেতো হারিয়ে গেলাম রোমান্টিক কল্পলোকে কিংবা স্মৃতী রোমন্থনে, কবিতায় কর্পোরেট সমাজের অন্তরালে ব্যক্তিগত নির্মল আবেগ ফুটিয়ে তোলার জন্য কবিকে অসংখ্য শুভেচ্ছা!
    ******নিমন্ত্রন রইল নির্ঝরের ব্লগ বাড়িতে ঘুরে আসার|-
    বিনীত
 
Quantcast