একটি মৃত আত্মার এপিটাফ
মুক্তগদ্য
আমার বেদনা বহনযোগ্য নয় —
তাই আমি এই পৃথিবী ত্যাগ করলাম -
হে মানবসকল এবং হে প্রকৃতির সকল বিচরণকারী সদস্য – তোমরা জেনে নাও এ পৃথিবীর বঞ্চনায় আমি এক অতৃপ্ত আত্মা ।এই পৃথিবীর প্রতি ইঞ্চি ধুলোয় আমার আত্মার প্রিয় ভালবাসার আস্বাদ মিশে আছে – এই ধুলো ,এই জল , এই বৃক্ষ ,এই ছোট ঘাসফুল তোমাদের প্রতি আমার আজন্ম ভালবাসা আমি যুগে যুগে বহন করেছি – দেখো আমি ফের জোছনা হয়ে আসবো আমার প্রিয় চাঁদের সাথে আমার এই প্রিয় পৃথিবীতে -
হে আমার প্রিয় নদী -
তুমি জেনে নাও তোমার প্রতি আমার ভালবাসা ! আমার দেহের প্রতিটি সুক্ষ্ম সুক্ষ্ম অণু পরমাণু তোমার সাথে মগ্ন হয়ে মিশে যেতে চেয়েছে ! তোমার নরম জল , তোমার প্রলয়ংকারী হিরন্ময় রূপ সব আমার বেদনার সাথে পল পল করে মিশেছিল ! আমি তিলে তিলে তোমাকে জানাতে চেয়েছি – এই আমার আত্মার ক্রন্দন ! তুমি বোঝোনি — তুমি বোঝ না – তুমি তোমার মত নীরবে কুল কুল করে বয়ে গিয়ে নিঃশেষ হও !
আমার বেদনা বহনযোগ্য নয় —
তাই আমি এই পৃথিবী ত্যাগ করলাম -
হে মানবসকল এবং হে প্রকৃতির সকল বিচরণকারী সদস্য – তোমরা জেনে নাও এ পৃথিবীর বঞ্চনায় আমি এক অতৃপ্ত আত্মা ।এই পৃথিবীর প্রতি ইঞ্চি ধুলোয় আমার আত্মার প্রিয় ভালবাসার আস্বাদ মিশে আছে – এই ধুলো ,এই জল , এই বৃক্ষ ,এই ছোট ঘাসফুল তোমাদের প্রতি আমার আজন্ম ভালবাসা আমি যুগে যুগে বহন করেছি – দেখো আমি ফের জোছনা হয়ে আসবো আমার প্রিয় চাঁদের সাথে আমার এই প্রিয় পৃথিবীতে -
হে আমার প্রিয় নদী -
তুমি জেনে নাও তোমার প্রতি আমার ভালবাসা ! আমার দেহের প্রতিটি সুক্ষ্ম সুক্ষ্ম অণু পরমাণু তোমার সাথে মগ্ন হয়ে মিশে যেতে চেয়েছে ! তোমার নরম জল , তোমার প্রলয়ংকারী হিরন্ময় রূপ সব আমার বেদনার সাথে পল পল করে মিশেছিল ! আমি তিলে তিলে তোমাকে জানাতে চেয়েছি – এই আমার আত্মার ক্রন্দন ! তুমি বোঝোনি — তুমি বোঝ না – তুমি তোমার মত নীরবে কুল কুল করে বয়ে গিয়ে নিঃশেষ হও !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২৭/০৯/২০১৩খুব ভাল একটি লেখা পেলাম আজ নাহার আপা।
-
বিশ্বজিৎ বণিক ২৭/০৯/২০১৩শেষ হয়েও হলনা শেষ । এগিয়ে যান ...
ভালো লেগেছে । -
সহিদুল হক ২৭/০৯/২০১৩কাব্যময় বর্ণনা।
-
Înšigniã Āvî ২৭/০৯/২০১৩ওহ দুর্দান্ত বর্ণনা.......
অনবদ্য রচনা ।