মেঘবতী কন্যা কলাবতী রং
মেঘবতী কন্যা ধীরে ধীরে নেমে এল
একাকী তরুণের পাশে
আধো আলো আধো অন্ধকার রূম …
তরুণ মগ্ন গুটি গুটি শব্দের বিনুনিতে
কেঁপে ওঠে কার অন্ধকারের ভেতর ঘুমিয়ে থাকা সত্তা
চোখের পলক পড়ে না
মেঘবতীর সাদা পাখনা
দূরে সরে যায় রূপোলি হাওয়ার মত
যেন দূর সমুদ্দুর
অক্লেশে হৃদয়ের ভেতর থাকে যে
প্রজাপতির বর্ণময় রং
শিশির হয়ে যায় রাতের কালো আলোয় ………।।
গলে যায় রঙ্গিন মেঘ
কুয়াশা হয়ে দূরে দূরে সরে যায় ……।
ধীরে ধীরে মেঘবতীর কলাপাতা ঠোঁট
কেঁপে কেঁপে
কুয়াশা হয়…………
তরুণের মগ্ন মন
ঐ কলাপাতা ঠোঁট
আর লেবুপাতা কপোলে…………
বুকের মধ্যে আগুন
রক্তে অমানিশার অন্ধকার ……।।
না স্বপ্ন না মূর্ত
তরুণ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন…………।।
আহ কি অসম্ভব ভাল লাগা ঐ লেবুপাতা রং এর নারী ………।
মেঘবতী কুয়াশা
শিশিরের গন্ধ ভাসে বাতাসে …………।
তার গোলাপের পাঁপড়ির মত ঠোঁটে
বিচ্ছিন্ন আলো
আহ কি অসম্ভব ভাল লাগা ঐ লেবুপাতা মনে …………।।
একাকী তরুণের পাশে
আধো আলো আধো অন্ধকার রূম …
তরুণ মগ্ন গুটি গুটি শব্দের বিনুনিতে
কেঁপে ওঠে কার অন্ধকারের ভেতর ঘুমিয়ে থাকা সত্তা
চোখের পলক পড়ে না
মেঘবতীর সাদা পাখনা
দূরে সরে যায় রূপোলি হাওয়ার মত
যেন দূর সমুদ্দুর
অক্লেশে হৃদয়ের ভেতর থাকে যে
প্রজাপতির বর্ণময় রং
শিশির হয়ে যায় রাতের কালো আলোয় ………।।
গলে যায় রঙ্গিন মেঘ
কুয়াশা হয়ে দূরে দূরে সরে যায় ……।
ধীরে ধীরে মেঘবতীর কলাপাতা ঠোঁট
কেঁপে কেঁপে
কুয়াশা হয়…………
তরুণের মগ্ন মন
ঐ কলাপাতা ঠোঁট
আর লেবুপাতা কপোলে…………
বুকের মধ্যে আগুন
রক্তে অমানিশার অন্ধকার ……।।
না স্বপ্ন না মূর্ত
তরুণ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন…………।।
আহ কি অসম্ভব ভাল লাগা ঐ লেবুপাতা রং এর নারী ………।
মেঘবতী কুয়াশা
শিশিরের গন্ধ ভাসে বাতাসে …………।
তার গোলাপের পাঁপড়ির মত ঠোঁটে
বিচ্ছিন্ন আলো
আহ কি অসম্ভব ভাল লাগা ঐ লেবুপাতা মনে …………।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/০৯/২০১৩অনবদ্য নাহার আপা
-
মাহমুদ নাহিদ ২৩/০৯/২০১৩ভালো লাগলো তোমার কবিতা ।কবি আরো এমন কবিতা চাই তোমার কাছে ।।
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩খুব ভাল কাব্য....
খুব সুন্দর কৌশলে সাজানো -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩চমৎকার শব্দের ব্যবহার।সেই সাথে সুনিপুণ উপস্থাপন।
-
সহিদুল হক ২৩/০৯/২০১৩শিশির হয়ে যায় রাতের কালো আলোয়--চমৎকার!
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--বাহ দারুণ নাজমুন আপা--শব্দের ব্যবহার চমৎকার--
-
ভানম আলয় ২৩/০৯/২০১৩উপমা গুলো দারুণ লেগেছে............ মায়াবী কবিতা......