শুধু আপনার অহেতুক রান্নাবাটি খেলা
অতএব আপনি আমাদের ছেড়ে দেন
একটা পিং পং বলের মতন
সাথে দেন অদৃশ্য পথের নিশানা
পথের খোঁজে পথের দিশায়
আমরা ভুল করি
শুদ্ধ করি
ভুল শুদ্ধের মারামারিতে
নিজেদের ধ্বংস করি
বিনাশ করি
সৃষ্টি করি
পুনরায় পথ খুঁজি ...।।
এরপর আপনি জানিয়ে দেন
পুর্ব নির্ধারিত পথই আমাদের পথ ।
জানান"তোমাদের ভাগ্যকে আমি হারের
মত গলায় ঝুলিয়ে দিয়েছি " ।
মাঝের এই অযাচিত কোন্দল
শুধু আপনার অহেতুক রান্নাবাটি খেলা ।
একটা পিং পং বলের মতন
সাথে দেন অদৃশ্য পথের নিশানা
পথের খোঁজে পথের দিশায়
আমরা ভুল করি
শুদ্ধ করি
ভুল শুদ্ধের মারামারিতে
নিজেদের ধ্বংস করি
বিনাশ করি
সৃষ্টি করি
পুনরায় পথ খুঁজি ...।।
এরপর আপনি জানিয়ে দেন
পুর্ব নির্ধারিত পথই আমাদের পথ ।
জানান"তোমাদের ভাগ্যকে আমি হারের
মত গলায় ঝুলিয়ে দিয়েছি " ।
মাঝের এই অযাচিত কোন্দল
শুধু আপনার অহেতুক রান্নাবাটি খেলা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--আপু তুমি তো ভালো লিখো নতুন করে আর কী বলব।--
-
সালমান মাহফুজ ২২/০৯/২০১৩নিশ্চয়ই প্রভুর কাছে এইসব প্রার্থনা । নিশ্চয়ই ডাকে সাড়া দিবেন ।
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩দুর্দান্ত....
মনে হলো .....'কেন হায়রে মানুষের ট্যাগ ঘাড়ে চাপল, এর থেকে ফানুস হওয়া সুখের ছিল'