প্রতিটি বিকেলে তোমার কথা ভাবি ইদানিং
প্রতিটি বিকেলে তোমার কথা ভাবি ইদানিং
বিকেল হলে চা খাওয়ার মতন করে
অথবা ঘুরতে যাওয়ার মতন করে
তোমার কথা ভাবতে
ভাল লাগার মত করে ভাবতে -
অনেকটা সময় চলে গেল
কতটা ?
হয়তো অনেকটাই ।
ভেবে ভেবে এখন
খুব সুন্দর একটা সন্ধ্যা একাকী কাটানো
আমার নিয়ম করে নিয়ম হল ।
দুপুরগুলো পাতা কুড়োনোর মতন হলো --
বৃষ্টিগুলো হলো হাসি হাসি দুঃখ অনুভব --
অথচ ইচ্ছে হলেই
তোমাকে ডেকে পার করতে পারি
দুর্দান্ত দুপুর অথবা সন্ধ্যা ,
কিন্তু ইদানিং আমার ইচ্ছে গুলো
আমার সাথেই বিদ্রোহ করে
দীর্ঘশ্বাসে একা একাই
পদ্ম কুড়ায় অথবা শিউলিফুল ।
বিকেল হলে চা খাওয়ার মতন করে
অথবা ঘুরতে যাওয়ার মতন করে
তোমার কথা ভাবতে
ভাল লাগার মত করে ভাবতে -
অনেকটা সময় চলে গেল
কতটা ?
হয়তো অনেকটাই ।
ভেবে ভেবে এখন
খুব সুন্দর একটা সন্ধ্যা একাকী কাটানো
আমার নিয়ম করে নিয়ম হল ।
দুপুরগুলো পাতা কুড়োনোর মতন হলো --
বৃষ্টিগুলো হলো হাসি হাসি দুঃখ অনুভব --
অথচ ইচ্ছে হলেই
তোমাকে ডেকে পার করতে পারি
দুর্দান্ত দুপুর অথবা সন্ধ্যা ,
কিন্তু ইদানিং আমার ইচ্ছে গুলো
আমার সাথেই বিদ্রোহ করে
দীর্ঘশ্বাসে একা একাই
পদ্ম কুড়ায় অথবা শিউলিফুল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩খুব ভালো লাগলো
সবার সাথে সুর মিলিয়েই বললাম শেষ ৩লাইন অসাধারণ,
আর স্মৃতিমেদুরতায় বড় কবিতা -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩খুব সুন্দর ভাবের অবতারণা করেছেন।লাইন বিন্যাস এ একটু নজর দিলে কবিতা টি আরও সুন্দর হতো।
-
সালমান মাহফুজ ২১/০৯/২০১৩শেষের ৩ টি লাইন অসাধারণ লেগেছে । শুভ কামনা রইল ।
বড় স্মৃতিমেদুর কবিতা বা স্মৃতিমেদুরতায় ভরা কবিতা লিখতে চেয়েছিলাম