তুমি এই চোখকে ইর্ষা কর
তুমি এই চোখকে ইর্ষা কর
দেহের জ্যামিতি ভুগোল
হৃদয়ের ঝর্ণার আছড়ে পড়া ঢেউ
তোমার জানা নেই
ভুগোল সব সময় এক থাকে না
দেহের জ্যামিতি ভুগোল
হৃদয়ের ঝর্ণার আছড়ে পড়া ঢেউ
তোমার জানা নেই
ভুগোল সব সময় এক থাকে না
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২১/০৯/২০১৩
-
Înšigniã Āvî ২১/০৯/২০১৩দুর্দান্ত কাব্যিকতা
-
ইব্রাহীম রাসেল ২১/০৯/২০১৩--বাহ শুধুই মুগ্ধতা---
-
সুবীর কাস্মীর পেরেরা ২০/০৯/২০১৩নাহার আপা অল্প কথায় দারুণ একেছেন
-
সালমান মাহফুজ ২০/০৯/২০১৩চমৎকার বিষয়বস্তুকে কাব্যিক রূপ দিয়েছেন । খুব ভালো হয়েছে নাহার আপু ।
-
ইসমাইল জসীম ২০/০৯/২০১৩জ্যামিতিক দেহ আর হৃদয়ের ঝর্ণার আছড়ে পড়া ঢেউ আসলেই জানা বড় দায়। চমৎকার লাগলো আপনার কবিতা নাজমুন।
হৃদয়ের ঝর্ণা বয়ে যায়
-ছোট্ট কবিতায় সুন্দর বক্তব্য।