আমি এই অন্ধকারেই খুঁজছি চাবিটা
এই ঘরে কেউ থাকে না
অন্ধকার কালো ঘর
আমার একটা চাবি হারিয়েছে
আমি এই অন্ধকারেই খুঁজছি চাবিটা
আমার আসলে শুধু চাবি নয়
আমি একটা পাখিও হারিয়েছি
তাকেও খুঁজছি
আমি একটা কালো বিড়ালের সন্ধানে আছি কতকাল
আমার মনে হয় ঐ বিড়ালটাও সেখানে আছে
একটা উজ্জ্বল চাঁদ লাগিয়ে দেব ঐ অন্ধকার ঘুপচি ঘরের গলিতে
ফকফকা জোছনার বিভ্রমে কালো বিড়াল
অথবা আমার টুকটুকে পাখি
আর চাবি সব খুঁজে নেব !
অন্ধকার কালো ঘর
আমার একটা চাবি হারিয়েছে
আমি এই অন্ধকারেই খুঁজছি চাবিটা
আমার আসলে শুধু চাবি নয়
আমি একটা পাখিও হারিয়েছি
তাকেও খুঁজছি
আমি একটা কালো বিড়ালের সন্ধানে আছি কতকাল
আমার মনে হয় ঐ বিড়ালটাও সেখানে আছে
একটা উজ্জ্বল চাঁদ লাগিয়ে দেব ঐ অন্ধকার ঘুপচি ঘরের গলিতে
ফকফকা জোছনার বিভ্রমে কালো বিড়াল
অথবা আমার টুকটুকে পাখি
আর চাবি সব খুঁজে নেব !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাইল জসীম ২০/০৯/২০১৩আপনার কবিতা আমার খুব ভালো লাগলো। আশা করি নিয়মিত লিখবেন।
-
দাদা মুহাইমিন চৌধূরী ২০/০৯/২০১৩অসাধারন এক প্রতীকী ভাবনা। স্বাগতম কবি। নিয়মিত লেখবেন আশা করি
-
সালমান মাহফুজ ২০/০৯/২০১৩তারুণ্যে স্বাগতম নাহার আপু । কবিতা অনবদ্য হয়েছে বলতেই হবে । এমন চমৎকার লেখায় পারে এই অর্বাচীন এই ব্লগকে জমিয়ে তুলতে ।
-
জোহো্রা উম্মে হাসান ২০/০৯/২০১৩Excellent !
-
Înšigniã Āvî ২০/০৯/২০১৩অনবদ্য........
চেতনাময় কবিতা