www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বালুচরে লেখা

আমি জানি আমার এই লেখাটা অনেকের কাছে হাস্যকর মনে হবে। কিন্তু তবু আজ বলতে হচ্ছে, দেশের অবস্থা দেখে মাঝে মাঝেই মনে হয় আমরা ১৭৫৭ সাল পূর্ব অবস্থায় আছি। সর্বত্র চাপা অস্থিরতা আর অশান্তির অগ্নিশিখা। বারবার মনে হয় দেশের স্বাধীনতা-সর্বভৌমত্ত হারিয়ে যাবে যে কোন সময়। কিন্তু জাতি হিসাবে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে অভ্যস্ত না। আমরা চামচামি আর চিলের পিছনে ছুটতেই ব্যাস্ত। আমরা ভাবছি দেশ গোল্লায় যাক, তাতে আমাদের কি? ঠিক যে ভাবে ১৭৫৭ সালে এ ভূখন্ডের মানুষগুলো ভেবেছে। কিন্তু অসলেই কি দেশ গোল্লায় গেলে আমাদের কিছু না? ইতিহাস নিষ্ঠুর এবং এই প্রশ্নের উত্তরটা আরো বেশি নিষ্ঠুর; কারন এই একই রকম সরল সমীকরণ আর চিন্তা-চেতনার খেসারত আমাদের পূর্বসূরিরা প্রায় দু'শত বছর গুনেছিল।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ১০৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রদীপ চৌধুরী. ২৯/০৪/২০১৬
    বেশ
  • আল মামুন ২৮/০৪/২০১৬
    ঠিক বলেছেন কবি ।
 
Quantcast