শঙ্কা
প্রিয়া সে কি মোর আছে,
নাকি ডুবে কোন গভীর স্বপ্ন রাজ্যে?
মিথ্যা আশায় চলিনিতো ভেসে,
সময়ের স্রোতে মিশে?
নাকি আড়াল সত্য, ভাবনা মিথ্যা
আমার মনে যা আছে?
আঁধারে এমনো হাজারো শঙ্কা
ঘুম নেই দু'চোখে।
নিশ্চুপ হয়ে আসে হৃদ-স্পন্দন
রাতের গভীরতা বাড়ে।
নাকি ডুবে কোন গভীর স্বপ্ন রাজ্যে?
মিথ্যা আশায় চলিনিতো ভেসে,
সময়ের স্রোতে মিশে?
নাকি আড়াল সত্য, ভাবনা মিথ্যা
আমার মনে যা আছে?
আঁধারে এমনো হাজারো শঙ্কা
ঘুম নেই দু'চোখে।
নিশ্চুপ হয়ে আসে হৃদ-স্পন্দন
রাতের গভীরতা বাড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৯/০৪/২০১৬ভালো হয়েছে।
-
হিরণ্য হারুন ২৩/০৪/২০১৬বেশ
-
জয় শর্মা ২২/০৪/২০১৬বেশ ভালো...
-
প্রদীপ চৌধুরী. ২১/০৪/২০১৬বেশ