চুরি যাওয়া বিশ্বাস
পাখিদের কলতানে মুখর এ বিকালে,
স্মৃতিগুলো বড়ো বেশি মনে পড়ে।
সময়ের বাকা পথে হারানো অতীত,
নিয়ে গেছে চুরি করে বিশ্বাস।
হাজারো নিষ্পাপ মুখ কোমল হৃদয়,
আজ বড়ো প্রতারক মনে হয়।
অনুভবে অনুরিত যতো সুর হৃদয়ে,
ক্ষণে ক্ষণে যেন রং পাল্টায়।
স্মৃতিগুলো বড়ো বেশি মনে পড়ে।
সময়ের বাকা পথে হারানো অতীত,
নিয়ে গেছে চুরি করে বিশ্বাস।
হাজারো নিষ্পাপ মুখ কোমল হৃদয়,
আজ বড়ো প্রতারক মনে হয়।
অনুভবে অনুরিত যতো সুর হৃদয়ে,
ক্ষণে ক্ষণে যেন রং পাল্টায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০৭/০৫/২০১৬
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৯/০৪/২০১৬চমৎকার
-
মোবারক হোসেন ০৮/০৪/২০১৬ভাল।
-
জয় শর্মা ০৪/০৪/২০১৬ভালো... তবু একটু খামতি থেকে গেলো। শুভকামনা রইল।
-
মলয় ঘটক ০২/০৪/২০১৬Valo
ধন্যবাদ..
ভালোবাসা নিন। ভালো থাকুন