মোড়লের ঘরে চুরি
কানাই চোর সে বড়ই সাহসী, ডাক নাম নেই তবু তার
তাই সে ভাবিয়া ভাবিয়া আটিল দারুণ একটি প্লান।
দিন-দুপুরে ভরা হাট মাঝে পকেট লইলো কাটি
গ্রাম্য মোড়ল হইলো শিকার এবার পুকুর চুরির।
মোড়ল সাহেব ঠাওর পাইয়া হয়ে গেল নিশ্চুপ
ভেবাচেকা খেয়ে ভাবিতে থাকিল উপায় হইবে কি?
তাই সে চাপিতে চাইলো লজ্জা, দশ কান না হয় যেন
কিন্তু একান ওকান হইয়া রটিল সে কথা সারা গাঁ।
তবু মোড়ল সাহেব ধরিলেন ভাব, যেন হয় নাই তার কিছু
দেখিয়া সবাই হাসিলো নীরবে, ভাবিল তাদের হইবে উপায় কি?
( বাংলাদেশ ব্যাংকের অবস্থা... )
তাই সে ভাবিয়া ভাবিয়া আটিল দারুণ একটি প্লান।
দিন-দুপুরে ভরা হাট মাঝে পকেট লইলো কাটি
গ্রাম্য মোড়ল হইলো শিকার এবার পুকুর চুরির।
মোড়ল সাহেব ঠাওর পাইয়া হয়ে গেল নিশ্চুপ
ভেবাচেকা খেয়ে ভাবিতে থাকিল উপায় হইবে কি?
তাই সে চাপিতে চাইলো লজ্জা, দশ কান না হয় যেন
কিন্তু একান ওকান হইয়া রটিল সে কথা সারা গাঁ।
তবু মোড়ল সাহেব ধরিলেন ভাব, যেন হয় নাই তার কিছু
দেখিয়া সবাই হাসিলো নীরবে, ভাবিল তাদের হইবে উপায় কি?
( বাংলাদেশ ব্যাংকের অবস্থা... )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৯/০৪/২০১৬সুন্দর
-
রাশেদ খাঁন ১৪/০৩/২০১৬niicccccccccceeeeeeeee
-
সৈয়দ আলি আকবর, ১৩/০৩/২০১৬ধারুন
-
প্রদীপ চৌধুরী. ১৩/০৩/২০১৬এটা কি আদৌ কবিতা হল, কবি বন্ধু