প্রেমিকার বিয়ে এবং বেকার ছেলেটি
পলি : আরিফ, আমি আর কতোদিন এভাবে সবকিছু ঠেকাবো? আজ আরেকটা সম্বন্ধ আসছে আমাকে দেখতে। ছেলে পুলিশের এসপি।
.
আরিফ : বাবু আমিতো কম চেষ্টা করছিনা একটা চাকরির।
.
পলি : আমি কিছু শুনতে চাইনা, বুঝতে চাইনা, জানতেও চাইনা। তুমি আমাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবে কিনা বলো?
.
আরিফ : এটা কি ভাবে সম্ভব বলো? নিজের পায়ের নিচের মাটি মজবুত না করে আমি এসব কিছুর কথা ভাবতেও পারি না।
.
পলি : ওকে। তাহলে আমি এই সম্বন্ধটিতেই নিজের ভাগ্যকে জড়াচ্ছি। আমাকে আর ডির্স্টাব করবে না। তোমার সাথে আজ হতে ব্রেকাপ।
.
আরিফ : নির্বাক।
.
.
অতঃপর পাঁচটি বছর কাটিয়া গেল। এরপর হঠাৎ-ই একদিন আরিফ আর পলির দেখা হইলো।
.
পলি : কেমন আছো?
.
আরিফ : ভালো। তুমি?
.
পলি : এইতো আছি।
কি করছো এখন?
.
আরিফ : এইতো ছোট একটা সরকারি চাকরি করছি; সহকারি জেলা প্রশাসক হিসাব!
তোমার হাজবেন্ডের কি খবর?
.
পলি : কিছু সময় নিশ্চুপ। অতঃপর, আমার এখনো বিয়ে হয়নি।
তোমার পাশে ইনি কে?
.
আরিফ : ও সরি। তোমার সাথে তো পরিচর করিয়ে দেওয়া হয়নি। ও নীলা; আমার জীবনসঙ্গী।
আর নীলাকে উদ্দেশ্য করে, এই সেই পলি যার কথা তোমাকে বলেছিলাম।
¤--- ¤ ---¤
.
আরিফ : বাবু আমিতো কম চেষ্টা করছিনা একটা চাকরির।
.
পলি : আমি কিছু শুনতে চাইনা, বুঝতে চাইনা, জানতেও চাইনা। তুমি আমাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবে কিনা বলো?
.
আরিফ : এটা কি ভাবে সম্ভব বলো? নিজের পায়ের নিচের মাটি মজবুত না করে আমি এসব কিছুর কথা ভাবতেও পারি না।
.
পলি : ওকে। তাহলে আমি এই সম্বন্ধটিতেই নিজের ভাগ্যকে জড়াচ্ছি। আমাকে আর ডির্স্টাব করবে না। তোমার সাথে আজ হতে ব্রেকাপ।
.
আরিফ : নির্বাক।
.
.
অতঃপর পাঁচটি বছর কাটিয়া গেল। এরপর হঠাৎ-ই একদিন আরিফ আর পলির দেখা হইলো।
.
পলি : কেমন আছো?
.
আরিফ : ভালো। তুমি?
.
পলি : এইতো আছি।
কি করছো এখন?
.
আরিফ : এইতো ছোট একটা সরকারি চাকরি করছি; সহকারি জেলা প্রশাসক হিসাব!
তোমার হাজবেন্ডের কি খবর?
.
পলি : কিছু সময় নিশ্চুপ। অতঃপর, আমার এখনো বিয়ে হয়নি।
তোমার পাশে ইনি কে?
.
আরিফ : ও সরি। তোমার সাথে তো পরিচর করিয়ে দেওয়া হয়নি। ও নীলা; আমার জীবনসঙ্গী।
আর নীলাকে উদ্দেশ্য করে, এই সেই পলি যার কথা তোমাকে বলেছিলাম।
¤--- ¤ ---¤
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১১/০৬/২০১৬নিখুঁত আপনার চিন্তা
-
গাজী তৌহিদ ১৪/০২/২০১৬বেশ হয়েছে!
-
রানাকবি ০৬/০২/২০১৬গল্পটির পরিনতি অন্যরকম হলে ভাল হতো
-
অভিযান পাল ০২/০২/২০১৬রচনাটির বিষয়-বস্ত ছোট গল্পে রূপান্তরিত হওয়ার উপযোগী ছিল । নীচে দেবব্রত বাবু ঠিকই বলেছেন এটা ছোট গল্প হয়ে ওঠেনি । আমার বলতে ইচ্ছে করছে লেখক ফের প্লটটিকে ছোট-গল্পের "ফর্মে" লিখুন । পাঠক পরিতৃপ্ত হবে । ধন্যবাদ ।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/০১/২০১৬ভালো লাগলো
-
মাহাবুব ২৯/০১/২০১৬গল্পটা বেশ, ভালো লাগলো কবি।
-
... ২৮/০১/২০১৬কথোপকথনে গল্প ভালো হয়েছে। জীবনই এমন?
-
রানাকবি ২৮/০১/২০১৬এমন কেন?
-
পরশ ২৭/০১/২০১৬সময়ের কাছে সবাই অসহায়...
-
রাখাল ২৭/০১/২০১৬সিনেমাটিক সংলাপ!
-
দেবব্রত সান্যাল ২৭/০১/২০১৬যদিও গল্প বলে লিখেছেন তবু একে স্কিট বললেই ভালো। বিষয় বস্তুতে বা পরিবেশনায় নতুনত্ব নেই। সংলাপ আর অভিব্যক্তির মধ্যে তফাত করার জন্য ব্র্যাকেট ব্যবহার করুন।
-
বিদ্রোহী ফাহিম খান ২৭/০১/২০১৬সত্যিকারের ভালোবাসা॥ ভালো লাগলো॥
-
রাসেল আহাম্মেদ ২৬/০১/২০১৬বাহ বেশ,বেশ ভালো লাগলো।
-
হরেকৃষ্ণ দে ২৬/০১/২০১৬খুব ভালো লাগলো।কথোপকনে ভালোবাসার অমর ছবি মুগ্ধ করল।
শুভেচ্ছা ও অভিনন্দন। -
প্রদীপ চৌধুরী ২৬/০১/২০১৬ভালো
লাগলো -
আশরাফুল ইসলাম শিমুল ২৬/০১/২০১৬বাহ বাহ
-
ধ্রুব রাসেল ২৬/০১/২০১৬বাংলা সিনেমার অতি পরিচিত ডায়ালগ .....!