www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমিকার বিয়ে এবং বেকার ছেলেটি

পলি : আরিফ, আমি আর কতোদিন এভাবে সবকিছু ঠেকাবো? আজ আরেকটা সম্বন্ধ আসছে আমাকে দেখতে। ছেলে পুলিশের এসপি।
.
আরিফ : বাবু আমিতো কম চেষ্টা করছিনা একটা চাকরির।
.
পলি : আমি কিছু শুনতে চাইনা, বুঝতে চাইনা, জানতেও চাইনা। তুমি আমাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবে কিনা বলো?
.
আরিফ : এটা কি ভাবে সম্ভব বলো? নিজের পায়ের নিচের মাটি মজবুত না করে আমি এসব কিছুর কথা ভাবতেও পারি না।
.
পলি : ওকে। তাহলে আমি এই সম্বন্ধটিতেই নিজের ভাগ্যকে জড়াচ্ছি। আমাকে আর ডির্স্টাব করবে না। তোমার সাথে আজ হতে ব্রেকাপ।
.
আরিফ : নির্বাক।
.
.
অতঃপর পাঁচটি বছর কাটিয়া গেল। এরপর হঠাৎ-ই একদিন আরিফ আর পলির দেখা হইলো।
.
পলি : কেমন আছো?
.
আরিফ : ভালো। তুমি?
.
পলি : এইতো আছি।
কি করছো এখন?
.
আরিফ : এইতো ছোট একটা সরকারি চাকরি করছি; সহকারি জেলা প্রশাসক হিসাব!
তোমার হাজবেন্ডের কি খবর?
.
পলি : কিছু সময় নিশ্চুপ। অতঃপর, আমার এখনো বিয়ে হয়নি।
তোমার পাশে ইনি কে?
.
আরিফ : ও সরি। তোমার সাথে তো পরিচর করিয়ে দেওয়া হয়নি। ও নীলা; আমার জীবনসঙ্গী।
আর নীলাকে উদ্দেশ্য করে, এই সেই পলি যার কথা তোমাকে বলেছিলাম।

                               ¤--- ¤ ---¤
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১০০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১১/০৬/২০১৬
    নিখুঁত আপনার চিন্তা
  • গাজী তৌহিদ ১৪/০২/২০১৬
    বেশ হয়েছে!
  • রানাকবি ০৬/০২/২০১৬
    গল্পটির পরিনতি অন্যরকম হলে ভাল হতো
  • অভিযান পাল ০২/০২/২০১৬
    রচনাটির বিষয়-বস্ত ছোট গল্পে রূপান্তরিত হওয়ার উপযোগী ছিল । নীচে দেবব্রত বাবু ঠিকই বলেছেন এটা ছোট গল্প হয়ে ওঠেনি । আমার বলতে ইচ্ছে করছে লেখক ফের প্লটটিকে ছোট-গল্পের "ফর্মে" লিখুন । পাঠক পরিতৃপ্ত হবে । ধন্যবাদ ।
    • আমি আমার অনুভূতিগুলো লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু সেটা সব সময় অনিন্দ সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারিনা বা সেটা সব সময় কি আদৌ সম্ভবপর। তবু আপনার অনুভূতির প্রতি রইলো শ্রদ্ধা।
  • ভালো লাগলো
  • মাহাবুব ২৯/০১/২০১৬
    গল্পটা বেশ, ভালো লাগলো কবি।
  • ... ২৮/০১/২০১৬
    কথোপকথনে গল্প ভালো হয়েছে। জীবনই এমন?
  • রানাকবি ২৮/০১/২০১৬
    এমন কেন?
  • পরশ ২৭/০১/২০১৬
    সময়ের কাছে সবাই অসহায়...
  • রাখাল ২৭/০১/২০১৬
    সিনেমাটিক সংলাপ!
  • যদিও গল্প বলে লিখেছেন তবু একে স্কিট বললেই ভালো। বিষয় বস্তুতে বা পরিবেশনায় নতুনত্ব নেই। সংলাপ আর অভিব্যক্তির মধ্যে তফাত করার জন্য ব্র্যাকেট ব্যবহার করুন।
    • আমি আমার অনুভূতিগুলো লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু সেটা সব সময় অনিন্দ সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারিনা বা সেটা সব সময় কি আদৌ সম্ভবপর। তবু আপনার অনুভূতির প্রতি রইলো শ্রদ্ধা।

      শুভেচ্ছা ...
  • সত্যিকারের ভালোবাসা॥ ভালো লাগলো॥
  • রাসেল আহাম্মেদ ২৬/০১/২০১৬
    বাহ বেশ,বেশ ভালো লাগলো।
  • হরেকৃষ্ণ দে ২৬/০১/২০১৬
    খুব ভালো লাগলো।কথোপকনে ভালোবাসার অমর ছবি মুগ্ধ করল।
    শুভেচ্ছা ও অভিনন্দন।
  • প্রদীপ চৌধুরী ২৬/০১/২০১৬
    ভালো
    লাগলো
  • বাহ বাহ
  • ধ্রুব রাসেল ২৬/০১/২০১৬
    বাংলা সিনেমার অতি পরিচিত ডায়ালগ .....!
 
Quantcast