ডায়রীর ছেড়া পাতায়- ৪
এ যুগের সম্পর্কগুলো বড়ো অদ্ভুৎ! সম্পর্কগুলোর শুরু হয় অদ্ভুৎ মিথ্যার উপর ভিত্তি করে, অথবা একটা প্রকাশ্য সত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টার মাধ্যমে। কিন্তু তাতে করে কি সত্যটা গোপন থাকে? বরং সত্যটা ঠিকই একটি সময় প্রকাশিত হয়, আর সুনামির ঢেউ এর মতো তীব্র বেগে আছড়ে পড়ে তা সম্পর্কের ভিতটিকেই নড়বড়ে করে দেয় অথবা ধ্বংশ করে দেয় সম্পর্কটিকে। তবে কি দরকার চোরাবলির উপর সম্পর্ক নামক ইমারতের ভিত গড়ার? যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনার অতীত, বর্তমান, ভালো-মন্দ, দোষ-গুন গুলোকে মেনে নিয়েই আপন করে নেবে; পাশে থাকবে আপনার। তবে কি দরকার হারানোর ভয়ে ধোয়াশার জালে নিজেকে জড়াবার? আর যদি ভেবে নিয়েই থাকেন এই ধোয়াশার জালই সম্পর্কের জন্য সবচেয়ে পারফেক্ট; তবে জেনে রাখুন, যেদিন সত্য নামক রবির রেখা উকি দেবে, সেদিন আপনার পথ চলাটা বিষাক্ত হতে বাধ্য...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ২৪/০১/২০১৬ঠিক তাই...।।
-
ধ্রুব রাসেল ২২/০১/২০১৬ন্যায্য কথা বলেছেন। তবে বানান দেখে নিবেন: অদ্ভুৎ, ধ্বংশ, ধোয়াশা।