আলো আঁধারিতে
প্রতিটি ক্ষণ, দিন-সপ্তাহ-মাস; হারালো যেন নিমিষেই
জীবনের পঞ্জিকায় নতুন একটি লাল কালির দাগ
স্মৃতির ডায়রীতে জমা হলো আরো একটি বছর
সহস্র চাওয়ায় ফিরে আর আসবেনা যা কখনই!
স্মৃতির নীল আকাশে শত সুখ-দুঃখের আনাগোনা
মনের গহীনে লুকিয়ে কিছু অসাধারণ সূর্যদয়
হৃদয়ে তবু কিছু অপূর্ণতার অতৃপ্ত হাহাকার
বছর শেষে জীবনের খতিয়ান রয়ে যায় অসমতায়!
তবু নতুন সূর্য হৃদয় দুয়ারে দাড়িয়ে আহবান করে নতুন আশার
স্বপ্নের ডায়রীটা পূর্ণ হয় রঙ্গিন হরফে লেখা রঙ্গিন ভাষায়।
সদ্যগত বছরের সব অপূর্ণতার আক্ষেপ ঝেড়ে
নীল আকাশ স্পর্শের প্রত্যয়ে, আবার ছোটা জীবনের বন্ধুর পথে।
জীবনের পঞ্জিকায় নতুন একটি লাল কালির দাগ
স্মৃতির ডায়রীতে জমা হলো আরো একটি বছর
সহস্র চাওয়ায় ফিরে আর আসবেনা যা কখনই!
স্মৃতির নীল আকাশে শত সুখ-দুঃখের আনাগোনা
মনের গহীনে লুকিয়ে কিছু অসাধারণ সূর্যদয়
হৃদয়ে তবু কিছু অপূর্ণতার অতৃপ্ত হাহাকার
বছর শেষে জীবনের খতিয়ান রয়ে যায় অসমতায়!
তবু নতুন সূর্য হৃদয় দুয়ারে দাড়িয়ে আহবান করে নতুন আশার
স্বপ্নের ডায়রীটা পূর্ণ হয় রঙ্গিন হরফে লেখা রঙ্গিন ভাষায়।
সদ্যগত বছরের সব অপূর্ণতার আক্ষেপ ঝেড়ে
নীল আকাশ স্পর্শের প্রত্যয়ে, আবার ছোটা জীবনের বন্ধুর পথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ০৪/০১/২০১৬ভাল লাগলো । অনেক ভাল লিখেছেন ।