ডায়রীর ছেড়া পাতায়- ৩
সত্যি বলতে কি, প্রযুক্তি আমাদের জীবনকে যতটা সহজ করেছে তার থেকে আমাদের জীবনযাপনকে আরো বেশী জটিল করে তুলেছে। যখন প্রযুক্তির সহজলভ্যতা ছিলনা তখন প্রিয় মানুষগুলোর জন্য উৎকন্ঠা ছিল ভালবাসায়। আর এখন? পচে গেছে সমাজ, মানুষের মন! মানুষের মন থেকে হারিয়ে গেছে ক্লান্ত দিন শেষের মানসিক প্রশান্তি। অধিকাংশ মানুষই আজ শান্তির পাখিটাকে খুজতে ব্যাস্ত। কিন্তু সেই পাখিটা নেই যেন কোথাও!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ১৪/১২/২০১৫ধন্যবাদ ভাল লাগল
-
দীপঙ্কর বেরা ২১/১১/২০১৫ভাল কথা
-
এস, এম, আরশাদ ইমাম ১৭/১১/২০১৫খানিকটা সত্য বৈকী!
-
পরিতোষ ভৌমিক ২ ১৫/১১/২০১৫সত্যিই বলেছেন, মানুষকে যান্ত্রিক করে ফেলেছে ।