যৌবনে হারানো শৈশব
পৃথিবীটাতো একই আছে, বদলে গেছে সবই
বদলে গেছে জীবন যাপন হারায় শৈশব খানি।
ঈদের দিনের সেই দুরন্তপনা ভুলে গেছি আমি
ভুলে গেছি আদায় করতে, ঈদের সেলামী।
দিনের মর্ম একই আছে বদলে অনন্দেরই সংজ্ঞা খানি
বদলে গেছে অতি কাছের সেই প্রিয় চেনা মুখগুলি।
পশুতো সেই আগেরই মতন হয় এখনো কোরবানী
তবু মনের মাঝে পশুত্বের বিস্তার বইছে দিনকে দিনই।
স্বার্থের পিছু ছুটে সবে তাই, বদলে দিচ্ছে সবই
পাল্টাচ্ছে উৎসবের রংটাও, বদলে যাচ্ছি আমি।
বদলে গেছে জীবন যাপন হারায় শৈশব খানি।
ঈদের দিনের সেই দুরন্তপনা ভুলে গেছি আমি
ভুলে গেছি আদায় করতে, ঈদের সেলামী।
দিনের মর্ম একই আছে বদলে অনন্দেরই সংজ্ঞা খানি
বদলে গেছে অতি কাছের সেই প্রিয় চেনা মুখগুলি।
পশুতো সেই আগেরই মতন হয় এখনো কোরবানী
তবু মনের মাঝে পশুত্বের বিস্তার বইছে দিনকে দিনই।
স্বার্থের পিছু ছুটে সবে তাই, বদলে দিচ্ছে সবই
পাল্টাচ্ছে উৎসবের রংটাও, বদলে যাচ্ছি আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ২৯/০৯/২০১৫ঠিক বলেছেন কবি।
-
নাসিফ আমের চৌধুরী ২৯/০৯/২০১৫ভালো লাগল
-
নির্ঝর ২৯/০৯/২০১৫বয়স বাড়ার সাথে সাথে মানুষের ভাবনাগুলোও পরিবর্তন হয়ে যায়।
-
দেবব্রত সান্যাল ২৯/০৯/২০১৫বানান , মিল , ছন্দের উন্নতি প্রয়োজন।
-
সুহেল ইবনে ইসহাক ২৯/০৯/২০১৫Nice
-
প্রশান্ত মন্ডল ২৯/০৯/২০১৫প্রিয় কবি অনুগ্রহপূর্বক কিছু বানান সম্পাদন করুন। তাছাড়া লেখা সুন্দর হয়েছে।
-
ফয়সাল শাহ ২৯/০৯/২০১৫Khub miss Kori sei din gulo ke
-
অভিষেক মিত্র ২৯/০৯/২০১৫খুব ভালো লাগলো।
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৯/২০১৫বেশ নেশা ধরানো লেখা কবি বন্ধু ।।