হবিগঞ্জের ঘটনা এবং কিছু কথা
মিডায়ার বিভিন্ন ক্রাইম প্রোগ্রামে একটা কথা প্রচলিত- 'মানুষ যতই আধুনিক আর ডিজিটাল হোকনা কেন মানুষের অনুভূতিগুলো কখনোই ডিজিটাল বা আধুনিক হয়না। তা সুপ্ত অবস্থায় থাকে। আর এ অনুভূতির অযাচিত নাড়াচাড়া মানুষের মধ্যে লুকিয়ে থাকা পশুত্বকে কখনো কখনো জাগিয়ে তোলে যা একটি মানুষকে নিশ্চিত অপরাধের দিকে ধাবিত করে।'
এবার আসা যাক আসল কথায়। হবিগঞ্জে যে ঘটানা ঘটছে তা নিঃসন্দেহ দুঃখজনক ও একটি ঘৃনিত কাজ। এর বিচার হওয়া উচিৎ। এখানে দুটি ছেলে মেয়েই টিনেজার। কিন্তু এ ঘটনার বাস্তব সূত্রপাত যে ভাবে হয়ছে এবং যে সমস্ত উপাদান এর পিছনে কাজ করেছে তাও যে ছিল অনাকাঙ্খিত এবং দুঃখজনক তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং স্পষ্ট হচ্ছে।
তাই বলতে চাই মেয়েদেরও সংযত হওয়া উচিৎ। এমন কাজ করা উচিৎ নয় যা একটি অপরাধ সংগঠিত করাকে প্রায় অনিবার্য করে তোলে। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, পশুত্বের নগ্ন প্রকাশ সভ্য সমাজে কাম্য হতে পারে না। তাই সচেতেন হতে হবে ছেলে-মেয়ে উভয়কেই।
এবার আসা যাক আসল কথায়। হবিগঞ্জে যে ঘটানা ঘটছে তা নিঃসন্দেহ দুঃখজনক ও একটি ঘৃনিত কাজ। এর বিচার হওয়া উচিৎ। এখানে দুটি ছেলে মেয়েই টিনেজার। কিন্তু এ ঘটনার বাস্তব সূত্রপাত যে ভাবে হয়ছে এবং যে সমস্ত উপাদান এর পিছনে কাজ করেছে তাও যে ছিল অনাকাঙ্খিত এবং দুঃখজনক তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং স্পষ্ট হচ্ছে।
তাই বলতে চাই মেয়েদেরও সংযত হওয়া উচিৎ। এমন কাজ করা উচিৎ নয় যা একটি অপরাধ সংগঠিত করাকে প্রায় অনিবার্য করে তোলে। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, পশুত্বের নগ্ন প্রকাশ সভ্য সমাজে কাম্য হতে পারে না। তাই সচেতেন হতে হবে ছেলে-মেয়ে উভয়কেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ০৭/০৯/২০১৫ঘটনাটা অজানা তাই না জেনে মন্তব্য করা ভালো নয়। ঘটনাটা একটু সংক্ষিপ্ত প্রকাশ করার অনুরোধ করছি। শুভ প্রচেষ্টা। শুভেচ্ছা জানাই।
-
শান্তনু ব্যানার্জ্জী ০৭/০৯/২০১৫ঘটনাটি জানলে আরও ভালো করে বোঝা যেত।
-
দীপঙ্কর বেরা ০৬/০৯/২০১৫Besh
bujhlam -
নির্ঝর ০৬/০৯/২০১৫ছেলেটি যে অপরাধ করেছে তা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ। সবাইকে মনে রাখতে হবে, মা-বোন সবার আছে। আমরা সমাজের সবাই যদি একটু সচেতন হই তাহলে এ ধরনের অপরাধ অবশ্যই কমে আসবে।
-
পল্লব ০৫/০৯/২০১৫হবিগঞ্জে বখাটের ঘটনায় মেয়েটির সংযত হওয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন এই লেখায়। মেয়েটি কি করেছে তার বিস্তারিত ব্যাখ্যা বা সূত্রের উল্লেখ ছাড়া এধরণের মন্তব্য করাটা অনভিপ্রেত। আপনার কাছে নির্দিষ্ট কোন তথ্য থেকে থাকলে তার লিঙ্ক এখানে প্রকাশ করবেন দয়া করে। ধন্যবাদ।