আলঙ্করিক মুসলিম
আমি মুসলিম! আমি আজ দিক ভ্রান্ত
ভুলে আখিরাত দুনিয়া মায়ায় আমি আজ উদভ্রান্ত।
আমি মুসলিম! আমি ভুলে গেছি করা স্রষ্টার ইবাদত
রন্দ্রে-রন্দ্রে প্রবেশ করেছে শয়তানী খেদমত।
আমি মুসলিম! ভুলে গেছি মোর গৌরবময় ইতিহাস
আত্মপরিচয় হীনতায় আজ তাই আমি অস্তিত্বের সংকটে।
আমি মুসলিম! আমি ভুলে গেছি মোর মুসলিম ভ্রাতৃত্ব
অথচ বিশ্বময় আজ লাখো মুসলিম নীপিড়িত।
আমি মুসলিম! আমি ভুলে গেছি করা প্রতিবাদ
দিকে-দিকে তাই আজ উচ্ছ্বাস করে অন্যায়ের নগ্ন নৃত্য।
আমি মুসলিম! আমি আজ দৃষ্টি থেকেও অন্ধ
ডুবে আছি পাপের সাগরে ভুলে গিয়ে করা পূণ্য।
হে মুসাফির; পৃথিবী মায়ায় তুমি কেন এত মহাব্যাস্ত?
দুনিয়াতো হলো চোরাবালি ছাঁচে মায়াজাল বিছানো।
হে প্রশস্ত আত্মা; ফিরে যেতে হবে তোমাকে, তোমার রবের কাছে
কি দিবে জবাব হাশরের সেই সুকঠিন দিনটাতে?
ভুলে আখিরাত দুনিয়া মায়ায় আমি আজ উদভ্রান্ত।
আমি মুসলিম! আমি ভুলে গেছি করা স্রষ্টার ইবাদত
রন্দ্রে-রন্দ্রে প্রবেশ করেছে শয়তানী খেদমত।
আমি মুসলিম! ভুলে গেছি মোর গৌরবময় ইতিহাস
আত্মপরিচয় হীনতায় আজ তাই আমি অস্তিত্বের সংকটে।
আমি মুসলিম! আমি ভুলে গেছি মোর মুসলিম ভ্রাতৃত্ব
অথচ বিশ্বময় আজ লাখো মুসলিম নীপিড়িত।
আমি মুসলিম! আমি ভুলে গেছি করা প্রতিবাদ
দিকে-দিকে তাই আজ উচ্ছ্বাস করে অন্যায়ের নগ্ন নৃত্য।
আমি মুসলিম! আমি আজ দৃষ্টি থেকেও অন্ধ
ডুবে আছি পাপের সাগরে ভুলে গিয়ে করা পূণ্য।
হে মুসাফির; পৃথিবী মায়ায় তুমি কেন এত মহাব্যাস্ত?
দুনিয়াতো হলো চোরাবালি ছাঁচে মায়াজাল বিছানো।
হে প্রশস্ত আত্মা; ফিরে যেতে হবে তোমাকে, তোমার রবের কাছে
কি দিবে জবাব হাশরের সেই সুকঠিন দিনটাতে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ১২/০৯/২০১৫দারুন দারুন.....
-
কষ্টের ফেরিওলা ১০/০৯/২০১৫বেশ
-
মেহেদী হাসান (নয়ন) ০৬/০৯/২০১৫osadharon laglo kobi
-
সাহিত্যের পোকা ০৬/০৯/২০১৫অসাধারণ লিখা।
-
কষ্টের ফেরিওলা ০৬/০৯/২০১৫অনেক সুন্দর
-
সুহেল ইবনে ইসহাক ০৬/০৯/২০১৫soytto kotha
-
রইস উদ্দিন খান আকাশ ০৫/০৯/২০১৫বেশ সুন্দর
-
মাহমুদ আরিফ ০৫/০৯/২০১৫জাগরন মুলক কবিতা ,অতিসুন্দর লিখেছেন ।
-
হিরণ্য হারুন ০৫/০৯/২০১৫সুন্দর
-
কিশোর কারুণিক ০৫/০৯/২০১৫হচ্ছে
-
আবুল হাসান ০৫/০৯/২০১৫ভালো