বন্ধু
বন্ধু, তোদের সাথে হাসি-আনন্দ অকারন খুনসুটি
তোদের সাথে গল্প-আড্ডা আর বেসুরো গলায় গানে মাতি।
তোদের সাথে পাশা-পাশি চলে আজ আসা এতটা পথ
তোরা না থাকলে পাশে এক-একটি দিন যেন হয়ে উঠে অভিশাপ।
তোদের সাথে প্রতিদিন কত অকারন অভিমান
ভুলে যাই সব পরক্ষনেই তোদের দুষ্টুমিতে।
তোরা আছিস বলে দুঃখের লগনে নতুন স্বপ্ন দেখি
স্বপ্ন আকাশে হাজার রঙ্গের প্রতিদিন রংধনু আঁকি।
তোদের সাথে পাশা-পাশি চলা হাজার মাইলের পথ
মনে হয় যেন অতি সংক্ষিপ্ত গল্প-বিতর্কে মেতে।
তোদের সাথে কাটানো প্রতিটি দিন যেন স্বপ্নের ক্যানভাসে আঁকা
যায় দিন-মাস-বছর, প্রতিটি ক্ষণ হয়ে রয় স্মৃতিময়।
জীবনের পথে এভাবে থাকিস তোরা পাশে সারাটি জনমভর
শেষ বিদায়ের কঠিন লগনেও যেন তোদেরকেই পাশে পাই।
তোদের সাথে গল্প-আড্ডা আর বেসুরো গলায় গানে মাতি।
তোদের সাথে পাশা-পাশি চলে আজ আসা এতটা পথ
তোরা না থাকলে পাশে এক-একটি দিন যেন হয়ে উঠে অভিশাপ।
তোদের সাথে প্রতিদিন কত অকারন অভিমান
ভুলে যাই সব পরক্ষনেই তোদের দুষ্টুমিতে।
তোরা আছিস বলে দুঃখের লগনে নতুন স্বপ্ন দেখি
স্বপ্ন আকাশে হাজার রঙ্গের প্রতিদিন রংধনু আঁকি।
তোদের সাথে পাশা-পাশি চলা হাজার মাইলের পথ
মনে হয় যেন অতি সংক্ষিপ্ত গল্প-বিতর্কে মেতে।
তোদের সাথে কাটানো প্রতিটি দিন যেন স্বপ্নের ক্যানভাসে আঁকা
যায় দিন-মাস-বছর, প্রতিটি ক্ষণ হয়ে রয় স্মৃতিময়।
জীবনের পথে এভাবে থাকিস তোরা পাশে সারাটি জনমভর
শেষ বিদায়ের কঠিন লগনেও যেন তোদেরকেই পাশে পাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শান্ত ১১/০৯/২০১৫খুব ভাল ।।
-
কষ্টের ফেরিওলা ১০/০৯/২০১৫চরম
-
শিমুল শুভ্র ০৩/০৯/২০১৫বেশ ভালো লাগলো ।