www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা নেই

"মা" তুমি কি রত্ন
বিশাল এ ভুবনে
যখন দেখি তোমার মুখ
দুঃখ থাকে না মনে ।
মা তুমি অমর হয়ে থাক
মোর জীবনের তরে
ক্ষণিকের জন্য মা তুমি
কাঁদাইওনা মোরে ।
তুমি যদি মরে যাও মা
কাঁদবো দিবা নিশি
এ ভুবনে দেখব না আর
তোমার মুখের হাসি ।
কবর পাশে দাঁড়িয়ে আমি
এতিম হয়ে কাঁদবো ।
"মা "মা" বলে তোমায়
বারে বারে ডাকব ।
উত্তর তুমি দিবেনা তো
থাকবে আমায় ভুলে
নিজ গুনে ক্ষমা কর "মা"
ছিলাম তোমার কোলে......?
"মা" আমার বেহেশত.......
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ma I dunia
 
Quantcast