www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধুও লাভার

রাত ১২ টা গার্ল ফ্রেন্ডের
সাথে কথা বলছে একটা ছেলে।
হঠাৎ ছেলেটার মোবাইলে একটা
কল আসে...
.
ছেলেটা মেয়েটাকে বলে .... --
ফোনের লাইনটা কাটো তো...
-- কেনো ?
-- এইটা জরুরি ফোন আসছে।
-- কে করছে ফোন?
-- আহা কাটোই না পরে বলছি।......
. ৫ মিনিট পরে আবার Gf এর
ফোন....
.
-- হুম বলো কি জনো বলছিলে.....??
-- আগে বলো কে ফোন করেছিল এত
রাতে তোমাকে? -- আমার এক ফ্রেন্ড

-- মানে কি ?
-- এখানে মানের কি আছে, ফ্রেন্ড
ফোন করেছে.........n
-- তুমি আমার ফোন কেটে দিয়ে ওর
ফোন রিসিভ করেছো আর আমি মানে
খুজবো না?
-- আরে বাদ দেও তো .............
দরকার ছিল তাই, এখন বল কি
বলবা।
-- বাদ দেব মানে ?
আমার দাম কি তোমার ফ্রেন্ডের
থেকে কম?
-- দেখো দামের বিষয় না
দর়কারের বিষয়।
-- মানে তুমি বলতে চাচ্ছো আমার
থেকে ওর দরকার বেশি ????
. -- হা এই মুহূর্তে বেশি দরকার
তাই ওর
ফোন আমি রিসিভ করেছি।
-- ওকে ভালো থাকো তুমি তোমার
ফ্রেন্ড
নিয়ে আমাকে আর ফোন করবা না। --
দেখো তুমি কিন্তু এখন
বেশি বাড়াবাড়ি করছো।
-- আমি বাড়াবাড়ি করছি আমি !!
যার কাছে আমার মূল্য ফ্রেন্ড
থেকে কম তার সাথে কথা বলার
কোন ইচ্ছাই আমার নেই। -- আহা এমন
কোরছো কেনো বুঝার
চেষ্টা করো আমার ফ্রেন্ডের
স্থান এক যায়গায়
তোমার স্থান এক যায়গায় দু
জনের
সাথে আমার রিলেশন দুই ধরেনর। .
-- ও তাই? মানে কর কেউ আমার
আর
তোমার ফ্রেন্ড থেকে এক জন কে
বেছে নিতে বলল তুমি কাকে
নিবে? -- প্লিজ এই সাবজেক্টা বাদ
দেও।
-- ক্যানো বাদ দেবো বাদ দেবো
না তোমাকে বলতেই হবে।
.
-- আমার ফ্রেন্ড কে বেছে নেবো.......
-- কি বলছ ঠিক শুনি নি আবার
বলো ?
-- আমার ফ্রেন্ড কে বেছে নেবো ।
-- ও আমি বুঝতে পারছি আমি কিছু
না তোমার ফ্রেন্ডই সব। -- হা আমার
ফ্রেন্ড সব কেনো ?
-- কেনো ?
-- আমার আগের একটা রিলেশন
ছিলো
তুমি জানো?
-- হ্যা জানি। .
সে মেয়েটা আমাকে ধোঁকা
দেওয়ার
পরে কিন্তু আমার সাথে শুধু আমার
ফ্রেন্ডরাই ছিল তুমি না।
তোমার সাথে আমার রিলেশন ৬ মাস
আর ওদের সাথে রিলেশন ৬
বছরের বেশি।
তুমি হয়তো আমাকে ছেড়ে চলে
যেতে পারো কিন্তু ওরা কোন দিন
যাবে না।
আমি বিপদে পরলে তুমি ফোনে
সমবেদনা জানাবে কিন্তু
ওরা দৌড়ে আসবে।
.
তাই ওরাই আমার কাছে আগে
তোমার থেকে।
আর তোমারও উচিৎ তোমার যায়গায়
থেকে প্রশ্ন করা এমন প্রশ্ন
কোরবা না যেই প্রশ্নের উত্তর
নেগেটিভ হবে যাতে তুমি কষ্ট
পাও ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১০৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast