সময়
জীবন টা কখনো এক
সাথে চলে না রে বোকা ! জীবন
হচ্ছে চলন্ত রেল গাড়ীর মত ,
আর তুমি হচ্ছ "শেষ স্টেশনের শেষ
যাত্রী" , মাঝ পথে অনেকেই তোমার
বন্ধু হয় ,
সুখ দুঃখের গল্প হয়, আবেগ
জড়ানো কথা হয় ... এক সময় যার যার
স্টেশনে সবাই নেমে পরে...
তুমি একা হয়ে বসে থাকো...
সাথে থাকে শুধু
খোলা জানালা আর রেল গাড়ীর ঝুম
ঝুম শব্দ ।
ঘড়ির কাঁটা ঠিক ই ঘুরে , পৃথিবীও
তার নিয়মে ঘুরে, শুধু
তুমি থেমে যাও ,
মাঝে মাঝে তুমি থেমে যাও ,
মাঝে মাঝে কেউ কেউ
তোমাকে থামিয়ে দেয়...
হাসতে গিয়ে থেমে যাও
কাঁদতে গিয়ে থেমে যাও
দৌড়াতে গিয়েও থেমে যাও
এক সময় তোমাকে ঠিক ই থামতে হয় ,
কিন্তু শুন একদম থেমে যেও নাঃ
হাসির পর
থেমে গিয়ে মুখে হাসি টা ধরে রেখ
।
কান্নার পর প্রস্তুত থেকো আবার
হয়তো কাঁদতে হবে ।
দৌড়াতে গিয়ে থেমে আবার
চলতে থাকো...
সামনে চলে যাওয়া মানুষ
টাকে ধরতে হবে ।
নিজেকে কখনো একদম থামিয়ে দিও
না... তুমি থেমে গেলেও জীবন
তোমার জন্য থেমে থাকবে না ... সময়
তোমার জন্য বসে থাকবে না !
সাথে চলে না রে বোকা ! জীবন
হচ্ছে চলন্ত রেল গাড়ীর মত ,
আর তুমি হচ্ছ "শেষ স্টেশনের শেষ
যাত্রী" , মাঝ পথে অনেকেই তোমার
বন্ধু হয় ,
সুখ দুঃখের গল্প হয়, আবেগ
জড়ানো কথা হয় ... এক সময় যার যার
স্টেশনে সবাই নেমে পরে...
তুমি একা হয়ে বসে থাকো...
সাথে থাকে শুধু
খোলা জানালা আর রেল গাড়ীর ঝুম
ঝুম শব্দ ।
ঘড়ির কাঁটা ঠিক ই ঘুরে , পৃথিবীও
তার নিয়মে ঘুরে, শুধু
তুমি থেমে যাও ,
মাঝে মাঝে তুমি থেমে যাও ,
মাঝে মাঝে কেউ কেউ
তোমাকে থামিয়ে দেয়...
হাসতে গিয়ে থেমে যাও
কাঁদতে গিয়ে থেমে যাও
দৌড়াতে গিয়েও থেমে যাও
এক সময় তোমাকে ঠিক ই থামতে হয় ,
কিন্তু শুন একদম থেমে যেও নাঃ
হাসির পর
থেমে গিয়ে মুখে হাসি টা ধরে রেখ
।
কান্নার পর প্রস্তুত থেকো আবার
হয়তো কাঁদতে হবে ।
দৌড়াতে গিয়ে থেমে আবার
চলতে থাকো...
সামনে চলে যাওয়া মানুষ
টাকে ধরতে হবে ।
নিজেকে কখনো একদম থামিয়ে দিও
না... তুমি থেমে গেলেও জীবন
তোমার জন্য থেমে থাকবে না ... সময়
তোমার জন্য বসে থাকবে না !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১৭/০৮/২০১৬ভাল।
-
মোং নাজিম উদ্দিন ২৭/০৭/২০১৬Thanks all friends
-
তুষার অপু ২৭/০৭/২০১৬আসলেই জীবনটা বড়ই অদ্ভুত। ভালো লাগল আপনার ভাবনাগুলি।
-
নাজিম ২৬/০৭/২০১৬ধন্যবাদ
-
গোপেশ দে ২৬/০৭/২০১৬ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৭/২০১৬ভালো।
-
সজীব ২৬/০৭/২০১৬এতটা ভাল হয়েছে কী বলব বুঝতে পারছি না তবুও বলব অসাধারন
-
স্বপ্নময় স্বপন ২৬/০৭/২০১৬ভালো!