রুপকথার রানি
সাঝেঁর বেলায় মাছ ধরিতে
পুকুর পাড়ে যায়
জলপড়িদের রুপকথায়
তোমায় পেয়ে যায়।
তোমার সুরে গান ধরিতে
গিটার হতে চাই
ভালোবাসার ফুল বাগিচায়
ভ্রমর হয়ে যায়।
তোমার কাঁধে হাত রাখিতে
ক্লান্ত হতে চাই
রবিরাজার কিরণ মাথায়
ছায়া হয়ে যায়।
তোমার মাঙে সিঁদুর ভরিতে
চাকুরী খুঁজে যায়
ইতিহাসের সোনার পাতায়
সাজাহান হতে চায়।
আমার সখের রঙ তুলিতে
কালি ভরে যায়
আদর মাখা বাসর যেথায়
স্বপ্ন বুনে যায়।
পুকুর পাড়ে যায়
জলপড়িদের রুপকথায়
তোমায় পেয়ে যায়।
তোমার সুরে গান ধরিতে
গিটার হতে চাই
ভালোবাসার ফুল বাগিচায়
ভ্রমর হয়ে যায়।
তোমার কাঁধে হাত রাখিতে
ক্লান্ত হতে চাই
রবিরাজার কিরণ মাথায়
ছায়া হয়ে যায়।
তোমার মাঙে সিঁদুর ভরিতে
চাকুরী খুঁজে যায়
ইতিহাসের সোনার পাতায়
সাজাহান হতে চায়।
আমার সখের রঙ তুলিতে
কালি ভরে যায়
আদর মাখা বাসর যেথায়
স্বপ্ন বুনে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শক্তিপদ মাইতি ১৯/১০/২০১৭সুন্দর
-
আজাদ আলী ১৯/১০/২০১৭বাহ সুন্দর শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি।
-
আব্দুল হক ১৮/১০/২০১৭ধন্যাবাদ, বেশ সুন্দর , শোবারকবাদ!!
-
সাঁঝের তারা ১৮/১০/২০১৭অপূর্ব