ভালোবাসা সবই পোড়ায়
ভালোবাসা সবই পোড়ায়, নিজে পুড়েও ছারখার করে সবকিছু
বিষন্ন দিনে নিঃসঙ্গ ট্রেনের প্রস্থানে চেটেপুটে ছাই বানায় হৃৎপিন্ড,
ভালোবাসা সবই পোড়ায়,তবে ছাই বানিয়ে উড়িয়ে দেয়না সবকিছুকে
যাকে পোড়ায় তার দুচোখে জমে মহাশূন্য,রাতকে মনে হয় কৃষ্ণগহ্বর।
ফড়িং এর ডানার আওয়াজে শোনে নৈঃশব্দের গূঢ় মানে,সন্ধ্যার গুঞ্জন।
ভালোবাসা যাকে পোড়ায় তার বুকে চেপে বসে বিদ্যুতের মত অস্থিরতা,
দুই কান পাতা থাকে দুঃখের পাতায় শিশির ঝরে পড়ার শব্দে,
অস্ফুট নীরবতায় জমে যায় প্রাত্যাহিক জীবনের দায়িত্বজ্ঞান,
ভালোবাসা যাকে পোড়ায় তার মন বসেনা রোদ্দুর ভরা উঠোনেও,
দুরন্ত বহির্মুখিতা নিয়ে পথ-ভুলের দিকে চেয়ে থাকে ব্যস্ত অবকাশ,
যাকে পোড়ায় তার ক্লান্ত চোখ উদ্বাস্তু হয়ে খুঁজে বেড়ায় শান্ত ঘুমের দুপুর।
যে পুড়ে তার স্বপ্নের ভিতর ঘর ছাড়ার যাযাবর ইচ্ছা জাগে প্রতিদিন,
উড়ে ঘুরে পথের মধ্যে পথ হারিয়ে পালিয়ে যেতে চায় দূরে বহুদূরে।
ভালোবাসা সবই পোড়ায়, নিজে পুড়ে আর সযত্নে পুড়িয়ে ফেলে সবকিছু।
বিষন্ন দিনে নিঃসঙ্গ ট্রেনের প্রস্থানে চেটেপুটে ছাই বানায় হৃৎপিন্ড,
ভালোবাসা সবই পোড়ায়,তবে ছাই বানিয়ে উড়িয়ে দেয়না সবকিছুকে
যাকে পোড়ায় তার দুচোখে জমে মহাশূন্য,রাতকে মনে হয় কৃষ্ণগহ্বর।
ফড়িং এর ডানার আওয়াজে শোনে নৈঃশব্দের গূঢ় মানে,সন্ধ্যার গুঞ্জন।
ভালোবাসা যাকে পোড়ায় তার বুকে চেপে বসে বিদ্যুতের মত অস্থিরতা,
দুই কান পাতা থাকে দুঃখের পাতায় শিশির ঝরে পড়ার শব্দে,
অস্ফুট নীরবতায় জমে যায় প্রাত্যাহিক জীবনের দায়িত্বজ্ঞান,
ভালোবাসা যাকে পোড়ায় তার মন বসেনা রোদ্দুর ভরা উঠোনেও,
দুরন্ত বহির্মুখিতা নিয়ে পথ-ভুলের দিকে চেয়ে থাকে ব্যস্ত অবকাশ,
যাকে পোড়ায় তার ক্লান্ত চোখ উদ্বাস্তু হয়ে খুঁজে বেড়ায় শান্ত ঘুমের দুপুর।
যে পুড়ে তার স্বপ্নের ভিতর ঘর ছাড়ার যাযাবর ইচ্ছা জাগে প্রতিদিন,
উড়ে ঘুরে পথের মধ্যে পথ হারিয়ে পালিয়ে যেতে চায় দূরে বহুদূরে।
ভালোবাসা সবই পোড়ায়, নিজে পুড়ে আর সযত্নে পুড়িয়ে ফেলে সবকিছু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ০৮/০৩/২০১৫ভালবাসা নিজে ও পুড়ে
-
মো ফয়সাল রহমান ০৬/০৩/২০১৫Nice
-
সবুজ আহমেদ কক্স ০৬/০৩/২০১৫শুভ কামনা রইল
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৬/০৩/২০১৫একেবারে সত্যি কথা।
-
আসাদুজ্জামান তালুকদার শাকিল ০৫/০৩/২০১৫ফড়িং এর ডানার আওয়াজে শোনে নৈঃশব্দের গূঢ় মানে,সন্ধ্যার গুঞ্জন ।
লাইনগুলো বেশী ভালো লেগেছে ।
শুভ কামনা . . .