কে আমি
ভালবাসা,
তুমি বড্ড বেশি অকাব্যিক!
অনেকটা বেরসিক।
ভালবাসা,
তোমার মনে ঘুণে ধরা?
নাকি আমিই মরিচা!
ভালবাসা,
তুমি বড্ড বেশি রুক্ষ!
অনেকটা গোরা।
ভালবাসা,
তোমার মনে অন্য বসত?
নাকি আমিই ভিটে ছাড়া!
তুমি বড্ড বেশি অকাব্যিক!
অনেকটা বেরসিক।
ভালবাসা,
তোমার মনে ঘুণে ধরা?
নাকি আমিই মরিচা!
ভালবাসা,
তুমি বড্ড বেশি রুক্ষ!
অনেকটা গোরা।
ভালবাসা,
তোমার মনে অন্য বসত?
নাকি আমিই ভিটে ছাড়া!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১২/২০১৮আচ্ছা।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/১২/২০১৮নিস্বার্থ ও নিখাদ ভালোবাসা কখনো এমন হয় না
স্বার্থবাদিতা সাময়িক সুখের কিন্তু তা স্থায়ীত্ব পায় না। -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৫/১২/২০১৮সুন্দর কবিতা।।। ভাল লাগলো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/১২/২০১৮ওয়াও! দারুণ!