বৃষ্টির বিলাপ
অন্তর আত্মার নীল কুঠির
সেখানে আগুন গলে মোম হয়,
বৃষ্টির জল যেন কেরোসিনের সল্তেকে উষ্কে দেয় ।
সাঁঝবাতি হাতে দাঁড়িয়ে ডাহুকী শৈশব।
মাটি পুড়ে খাক মেঘের বুকের উষ্ণতায়,
হাসনাহেনা থেকে মুখ ফিরিয়ে নেয়
খসে পরা একটা বেদনাতুর জলহাস।
তখন মাটির শরীর জড়ে যৌবনের ঘ্রান
আর আমার শৈশব চুরি হয়ে যাওয়া,
তামাটে রাত,অথবা ডানা ঝাপটানো পায়রার
লীন হয়ে আসা চোখ।
সেখানে আগুন গলে মোম হয়,
বৃষ্টির জল যেন কেরোসিনের সল্তেকে উষ্কে দেয় ।
সাঁঝবাতি হাতে দাঁড়িয়ে ডাহুকী শৈশব।
মাটি পুড়ে খাক মেঘের বুকের উষ্ণতায়,
হাসনাহেনা থেকে মুখ ফিরিয়ে নেয়
খসে পরা একটা বেদনাতুর জলহাস।
তখন মাটির শরীর জড়ে যৌবনের ঘ্রান
আর আমার শৈশব চুরি হয়ে যাওয়া,
তামাটে রাত,অথবা ডানা ঝাপটানো পায়রার
লীন হয়ে আসা চোখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ২১/০৬/২০২০মনোমুগ্ধকর
-
Md. Rayhan Kazi ২১/০৬/২০২০বাহ্ চমৎকার মুগ্ধতা একরাশ
-
ফয়জুল মহী ২০/০৬/২০২০অনিন্দ্য সুন্দর কথামালা দিয়ে সাজিয়েছেন লেখাটা।