বৃত্ত
রুটির ব্যাসার্ধেই ঢেকে যায়,
বিপরীতে দাঁড়িয়ে থাকা বাবার মুখ
ভূমির কেন্দ্রভাগে।
পিঠ বেয়ে মাথায় চড়ে বসে
মাশরুম চাষি,
তত্ত্বের অক্টোপাস মোহনিদ্রায়
হাটে অহমের বারান্দায়।
টের পাই আদি কোষীয়র
প্লেটে শেকড় গজিয়েছে আমার পা।
জেগে উঠেছি জানালার ওপারে
নিরেট অন্ধকারে।
এগারো বছরে ঠিক কতটুকু বাড়লো তির্যক লাইন?
ওযুর জল ধরতেই বিসর্জিত কাঠামে
ধরা পরে যাই
বহন করা ইতিহাসের দাঁতে।
আমার ঠিক বিপরীতে বসে যিনি ভাত চাবাচ্ছেন,
আমি খেউজাল ফেলে তার দাঁতে লেগে থাকা মাছেদের,
তুলে আনতে চেয়েছি।
গত আড়াই বছর।
বিপরীতে দাঁড়িয়ে থাকা বাবার মুখ
ভূমির কেন্দ্রভাগে।
পিঠ বেয়ে মাথায় চড়ে বসে
মাশরুম চাষি,
তত্ত্বের অক্টোপাস মোহনিদ্রায়
হাটে অহমের বারান্দায়।
টের পাই আদি কোষীয়র
প্লেটে শেকড় গজিয়েছে আমার পা।
জেগে উঠেছি জানালার ওপারে
নিরেট অন্ধকারে।
এগারো বছরে ঠিক কতটুকু বাড়লো তির্যক লাইন?
ওযুর জল ধরতেই বিসর্জিত কাঠামে
ধরা পরে যাই
বহন করা ইতিহাসের দাঁতে।
আমার ঠিক বিপরীতে বসে যিনি ভাত চাবাচ্ছেন,
আমি খেউজাল ফেলে তার দাঁতে লেগে থাকা মাছেদের,
তুলে আনতে চেয়েছি।
গত আড়াই বছর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৩/০৭/২০২০বাহ্ চমৎকার লেখনী
-
মোহাম্মদ সফিউল হক ০২/০৭/২০২০বেশ লিখলেন
-
ফয়জুল মহী ০১/০৭/২০২০ভালো লিখেছেন