অনুযোগ
রুবাবা !
তোমার প্রতি আমার শ খানেক অভিযোগ!
তোমার প্রতি আমার ভীষন অভিমান !
আমি দ্বিধায় পড়ে থাকি!
কোন কারণ তোমায় দেখাব !
কি ভাবে তোমায় বুঝাব !
আমার রাতের আকাশে
তারাদের আলো এখন মৃদু,ম্লান !
তোমার প্রতি আমার ভীষন অভিমান !
হয়তো তুমি আমার "প্রত্যাশা" কবিতার
উত্তর দাও নি তাই !
হয়তো আমার কোনো চিঠির ঠিক মতন
জবাব দাও নি তাই !
হয়তো আমার দেওয়া রক্তজবা
যত্নে রাখো নি তাই !
হয়তো গোলাপের পাপড়ি বইয়ের পাতার ভাঁজে
রেখে দাও নি তাই !
হয়তো আমার লেখা গানে
সুর করো নি তাই !
আমার বুক ভরা শত আশার
কোনোটাই ঠিক করে পূরণ করো নি তাই !
আমার সহস্র বারণের কোনোটাই
ঠিক করে মানো নি তাই !
অথচ একটা চিঠির জবাব ভালোবেসে
পরম যত্নে দিতে পারতে !
হাজার বারণের অন্তত একটি পরম আদরে
মানতে পারতে!
আমার লেখা গানের কলির কোনো অংশ সুর
চাইলেই দিতে পারতে !
হয়তো অন্তত একটি গোলাপের একটি পাপড়ি
একটি রক্তজবা
যত্নে রাখতে পারতে !
আমার একটি চিঠির জবাবে জানাতে পারতে
চাঁদের জোৎস্নায় তোমার বাড়ির আঙিনায়
জোনাকিরা যোগ করেছে প্রাণ !
অথচ আমারই জানা হয় নাই !
তোমার প্রতি তাই আমার ভীষন অভিমান !
তোমার প্রতি আমার শ খানেক অভিযোগ!
তোমার প্রতি আমার ভীষন অভিমান !
আমি দ্বিধায় পড়ে থাকি!
কোন কারণ তোমায় দেখাব !
কি ভাবে তোমায় বুঝাব !
আমার রাতের আকাশে
তারাদের আলো এখন মৃদু,ম্লান !
তোমার প্রতি আমার ভীষন অভিমান !
হয়তো তুমি আমার "প্রত্যাশা" কবিতার
উত্তর দাও নি তাই !
হয়তো আমার কোনো চিঠির ঠিক মতন
জবাব দাও নি তাই !
হয়তো আমার দেওয়া রক্তজবা
যত্নে রাখো নি তাই !
হয়তো গোলাপের পাপড়ি বইয়ের পাতার ভাঁজে
রেখে দাও নি তাই !
হয়তো আমার লেখা গানে
সুর করো নি তাই !
আমার বুক ভরা শত আশার
কোনোটাই ঠিক করে পূরণ করো নি তাই !
আমার সহস্র বারণের কোনোটাই
ঠিক করে মানো নি তাই !
অথচ একটা চিঠির জবাব ভালোবেসে
পরম যত্নে দিতে পারতে !
হাজার বারণের অন্তত একটি পরম আদরে
মানতে পারতে!
আমার লেখা গানের কলির কোনো অংশ সুর
চাইলেই দিতে পারতে !
হয়তো অন্তত একটি গোলাপের একটি পাপড়ি
একটি রক্তজবা
যত্নে রাখতে পারতে !
আমার একটি চিঠির জবাবে জানাতে পারতে
চাঁদের জোৎস্নায় তোমার বাড়ির আঙিনায়
জোনাকিরা যোগ করেছে প্রাণ !
অথচ আমারই জানা হয় নাই !
তোমার প্রতি তাই আমার ভীষন অভিমান !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৩/২০২৫সুন্দর
-
ফয়জুল মহী ০২/০৩/২০২৫চমৎকার লিখেছেন প্রিয়
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো -
আমি-তারেক ০২/০৩/২০২৫Sundor onuvuti