প্রত্যাশা
বেলা শেষে তোমার
কোমল স্পর্শে মন হোক শান্ত
কবিতা ছেড়ে যুদ্ধ করে
আমি বিষণ ক্লান্ত ।
কতদিন ,কত মাস ,কত বৎসর ,কত যুগ পার হয়ে যায়
করি না তোমার রূপের প্রশংসা
আমারও ইচ্ছা হয় দুটি কথা বলি
গল্প করি সহসা ।
আমি নাইবা করলাম তোমারও
রূপের তারিফ
কিন্তু ওই যে দেখো !
কোকিল তোমার গুণকীর্তনে ক্লান্ত
গোলাপদের মাধুর্য হেরে যায়
তোমার রূপ মধুর্যের কাছে
বিস্মিত ক্যামেলিয়ারা,কৃষ্ণচূড়ারা লজ্জায় বাঁচে
কারণ?
রূপের সব কীর্তি শুধুই তোমায় যাচে।
দীঘল কালো চুলে
সূর্যের কিরণ
শুভ্রতায় ঘেরা
বিস্ময়কর ! সুন্দর গড়ন
যতই করি রূপের প্রশংসা
সবই হয় কম
প্রয়োজন আরোও কুড়াবার
তোমার কাজল চোখে মায়াবী চাহনি
দেখিনি ,আগে কখনো দেখিনি।
উৎসর্গঃ
"তোমার চোখেতেই আমার স্বপ্ন
তোমার সাথেই যুদ্ধ ,তোমার সাথেই সন্ধি,
আমি চিরতরে তোমার মাঝে বন্দি।"
কোমল স্পর্শে মন হোক শান্ত
কবিতা ছেড়ে যুদ্ধ করে
আমি বিষণ ক্লান্ত ।
কতদিন ,কত মাস ,কত বৎসর ,কত যুগ পার হয়ে যায়
করি না তোমার রূপের প্রশংসা
আমারও ইচ্ছা হয় দুটি কথা বলি
গল্প করি সহসা ।
আমি নাইবা করলাম তোমারও
রূপের তারিফ
কিন্তু ওই যে দেখো !
কোকিল তোমার গুণকীর্তনে ক্লান্ত
গোলাপদের মাধুর্য হেরে যায়
তোমার রূপ মধুর্যের কাছে
বিস্মিত ক্যামেলিয়ারা,কৃষ্ণচূড়ারা লজ্জায় বাঁচে
কারণ?
রূপের সব কীর্তি শুধুই তোমায় যাচে।
দীঘল কালো চুলে
সূর্যের কিরণ
শুভ্রতায় ঘেরা
বিস্ময়কর ! সুন্দর গড়ন
যতই করি রূপের প্রশংসা
সবই হয় কম
প্রয়োজন আরোও কুড়াবার
তোমার কাজল চোখে মায়াবী চাহনি
দেখিনি ,আগে কখনো দেখিনি।
উৎসর্গঃ
"তোমার চোখেতেই আমার স্বপ্ন
তোমার সাথেই যুদ্ধ ,তোমার সাথেই সন্ধি,
আমি চিরতরে তোমার মাঝে বন্দি।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুরনবী সরকার ০৭/০৩/২০২৫প্রত্যাশা যত বেশি, সুখ ততো কম
-
আনাস খান ০২/০৩/২০২৫কবিতার ছন্দ ও সুর এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে, যা হৃদয়ের গভীরে এক অমোঘ প্রভাব ফেলে।
-
আলমগীর সরকার লিটন ২৬/০২/২০২৫সুন্দর
-
ফয়জুল মহী ২৪/০২/২০২৫খুব সুন্দর লিখেছেন