নিবেদন
রাস্তার দুধারের নিয়ন বাতি নিভে গেলে
আকাশের মিটি মিটি তারাদেরও দেখা মিলে
কিন্তু তোমার দেখা পাওয়া ভীষণ ভার
তুমি যেন অমাবশ্যার চাঁদকে মানাও হার
তোমাকে কাছে পাওয়া কঠিন ব্যাপার ।
দু'হাত ভরে বাগানের ফুল তোলে
তোমারও কাছে
তোমাকে কাছে পাওয়ার বাসনা জানাই
আমি বারংবার তোমার প্রেমে পড়ে যাই !
রাতে যখন চারপাশ নিশ্চুপ
একাকী চাদ বিষণ্ণ খুব !
আমাকে একা দেখে
তার সঙ্গী করে নিতে চায়
আমি তাঁকে তোমারও গল্প বলি
সে আমাকে তার নিঃসঙ্গতার কবিতা শোনায় ।
সে বলে তার সাথে আমার ভীষন্ন মিল
আমি বলি তোমার কথা , তুমি অপরূপা,নীলিমায় নীল ।
চাঁদও জেনে যায় আমার গল্পে
তোমাকে পাওয়ার বাসনা
শুনে সে বিস্তর হাসে
মেলে ধরে জ্যোৎস্না ।
আমি তাঁকে বলি কখনও বা তোমার সাথে
হলে তার দেখা ,
একা একা
বলে দিও আমার গল্প , আমার কথা
তার পথ চেয়ে সময় কাটাই
আমি বারংবার তার প্রেমে পড়ে যাই।
আকাশের মিটি মিটি তারাদেরও দেখা মিলে
কিন্তু তোমার দেখা পাওয়া ভীষণ ভার
তুমি যেন অমাবশ্যার চাঁদকে মানাও হার
তোমাকে কাছে পাওয়া কঠিন ব্যাপার ।
দু'হাত ভরে বাগানের ফুল তোলে
তোমারও কাছে
তোমাকে কাছে পাওয়ার বাসনা জানাই
আমি বারংবার তোমার প্রেমে পড়ে যাই !
রাতে যখন চারপাশ নিশ্চুপ
একাকী চাদ বিষণ্ণ খুব !
আমাকে একা দেখে
তার সঙ্গী করে নিতে চায়
আমি তাঁকে তোমারও গল্প বলি
সে আমাকে তার নিঃসঙ্গতার কবিতা শোনায় ।
সে বলে তার সাথে আমার ভীষন্ন মিল
আমি বলি তোমার কথা , তুমি অপরূপা,নীলিমায় নীল ।
চাঁদও জেনে যায় আমার গল্পে
তোমাকে পাওয়ার বাসনা
শুনে সে বিস্তর হাসে
মেলে ধরে জ্যোৎস্না ।
আমি তাঁকে বলি কখনও বা তোমার সাথে
হলে তার দেখা ,
একা একা
বলে দিও আমার গল্প , আমার কথা
তার পথ চেয়ে সময় কাটাই
আমি বারংবার তার প্রেমে পড়ে যাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইকরামুল শামীম ০৪/১১/২০২৪পাঠে মুগ্ধ হলাম
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/১১/২০২৪নাইস
-
আলমগীর সরকার লিটন ০৩/১১/২০২৪চমৎকার এক অনুভব
-
ফয়জুল মহী ০২/১১/২০২৪নান্দনিক ভাবনার বহিঃপ্রকাশ, অনেক ভালো লাগলো শুভ কামনা রইল অফুরান।