রূপকুমারী
রূপকুমারী!
তুমি এতো সুন্দর কেন?
যেন চেয়ে থাকতেই ইচ্ছে করে!
নীরবে! চোখের পাতা একবারও না ফেলে!
চেয়ে থাকি,শুধুই চেয়ে থাকি
বিস্ময় নয়ন জোড়ে!
আমি যে বার বার ডাকি তোমাকে!
সাড়া দাও না!
পাশ ফিরে দেখো না!
দুটি কথা বলে যাও না!
কিভাবে থাকো তুমি এতো নিশ্চুপ হয়ে?
আমি তো ব্যস্ত ভীষণ
তোমার রূপ-গুণাগুণ কীর্তনে।
রূপকুমারী তুমি আমার চোখে
চির বিস্ময়!
কাজ করে মনে
তোমাকে পুরোটাই হারানোর সংশয়!
খেয়াল করে দেখো!
আকাশে বাতাসে পাখির কলরবে
শুনা যায় তোমাকে আমাকে নিয়ে গুঞ্জন!
তোমাকে, আমার হয়ে যাওয়ার নিমন্ত্রণ!
হৃদয়ের বাতায়ন খোলা রাখি!
তোমার অপেক্ষায়, শুধুই তোমার অপেক্ষায় রূপকুমারি!
নাসিফ আমের চৌধুরী
৬/২/২৩
তুমি এতো সুন্দর কেন?
যেন চেয়ে থাকতেই ইচ্ছে করে!
নীরবে! চোখের পাতা একবারও না ফেলে!
চেয়ে থাকি,শুধুই চেয়ে থাকি
বিস্ময় নয়ন জোড়ে!
আমি যে বার বার ডাকি তোমাকে!
সাড়া দাও না!
পাশ ফিরে দেখো না!
দুটি কথা বলে যাও না!
কিভাবে থাকো তুমি এতো নিশ্চুপ হয়ে?
আমি তো ব্যস্ত ভীষণ
তোমার রূপ-গুণাগুণ কীর্তনে।
রূপকুমারী তুমি আমার চোখে
চির বিস্ময়!
কাজ করে মনে
তোমাকে পুরোটাই হারানোর সংশয়!
খেয়াল করে দেখো!
আকাশে বাতাসে পাখির কলরবে
শুনা যায় তোমাকে আমাকে নিয়ে গুঞ্জন!
তোমাকে, আমার হয়ে যাওয়ার নিমন্ত্রণ!
হৃদয়ের বাতায়ন খোলা রাখি!
তোমার অপেক্ষায়, শুধুই তোমার অপেক্ষায় রূপকুমারি!
নাসিফ আমের চৌধুরী
৬/২/২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান মাহফুজ ০৮/০২/২০২৩সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০২/২০২৩বেশ!!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৭/০২/২০২৩আকুতিপূর্ণ আবেদন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০২/২০২৩বেশ রোমান্টিক।
-
ফয়জুল মহী ০৬/০২/২০২৩ভীষণ মন ছোঁয়া লেখা প্রিয় কবি