রুবাবা
রূবাবা,
শীত শেষ হয়ে আসছে দেখি!
একবারের জন্যও
তোমার দেখা পেলাম না, পেলাম না নিমন্ত্রণ
চিঠিও পেলাম না যে!
কত বেলা কেটেছে,কত প্রহর,একা একা,নিজে নিজে।
দেখো না!
মাঘ মাস হয়েছে শেষ সেই কবে!
পৌষ মাস যায় যায় প্রায়!
কেমন আছো তুমি? জানাও নি যে আমাকে!
রেখেছ আমাকে অবহেলায়?
মনে পড়ে?
গেলোবার শীতে
মাঘ মাসের চার তারিখ বিকেলে
কোয়াশা নেমে আসছে আর কি!
তুমি আর আমি!
কল্পনা নগরীর লম্বা রাস্তাটি ধরে
হেটে হেটে পার করেছি সুন্দর প্রহর!
স্বাক্ষী তুমি,আমি আর এই কল্পনা নগর!
জীবনের আলাপে ব্যস্ত দুজনে
থেমে গিয়ে শুনি পাখির গুঞ্জনে
যেন তোমাকে আমাকে নিয়ে গাইছে গান!
দূরত্ব ঘুচানোর আহবান?
এবার কি হলো তাহলে!
শীত শেষ হয়ে আসছে দেখি!
মাঘ মাস শেষ, পৌষ যায় যায়!
দেখা দাও নি, চিঠি দাও নি,রেখে সংশয়,অবহেলায়!
নাসিফ আমের চৌধুরী
শীত শেষ হয়ে আসছে দেখি!
একবারের জন্যও
তোমার দেখা পেলাম না, পেলাম না নিমন্ত্রণ
চিঠিও পেলাম না যে!
কত বেলা কেটেছে,কত প্রহর,একা একা,নিজে নিজে।
দেখো না!
মাঘ মাস হয়েছে শেষ সেই কবে!
পৌষ মাস যায় যায় প্রায়!
কেমন আছো তুমি? জানাও নি যে আমাকে!
রেখেছ আমাকে অবহেলায়?
মনে পড়ে?
গেলোবার শীতে
মাঘ মাসের চার তারিখ বিকেলে
কোয়াশা নেমে আসছে আর কি!
তুমি আর আমি!
কল্পনা নগরীর লম্বা রাস্তাটি ধরে
হেটে হেটে পার করেছি সুন্দর প্রহর!
স্বাক্ষী তুমি,আমি আর এই কল্পনা নগর!
জীবনের আলাপে ব্যস্ত দুজনে
থেমে গিয়ে শুনি পাখির গুঞ্জনে
যেন তোমাকে আমাকে নিয়ে গাইছে গান!
দূরত্ব ঘুচানোর আহবান?
এবার কি হলো তাহলে!
শীত শেষ হয়ে আসছে দেখি!
মাঘ মাস শেষ, পৌষ যায় যায়!
দেখা দাও নি, চিঠি দাও নি,রেখে সংশয়,অবহেলায়!
নাসিফ আমের চৌধুরী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০২/২০২৩দারুণ
-
ফয়জুল মহী ০৫/০২/২০২৩সুন্দর কথামালা বিমোহিত হলাম পাঠে
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/০২/২০২৩খুব সুন্দর লিখেছেন।