বিকেলের গল্প
সন্ধ্যা!
এখন তো মাত্র দুপুর শেষ হলো!
বিকাল সারাটা বাকি!
তাড়া কিসের?
আলো ছায়ার খেলায়
জীবনের কত আয়োজন
দেয়া হয়েছে ফাকি!
আমার এখনও তোমাকে
অনেক গল্প বলার বাকি!
চুপ করে আছো কেন?
নীরব চোখে তাকিয়ে?
ইশারা কেন দাও
আকাশে দিকে দেখিয়ে?
সন্ধ্যা হয়ে এলো বুঝি?
নাহ! মোটেও না!
সন্ধ্যা হওয়ার বাকি ঢের!
ভালোবাসা ফুরিয়েছে যখন
গল্প শেষ হয়ে আসছে অনেকের!
আমার তো অনেক গল্প বলার বাকি!
সেদিন যে তুমি বললে,
তোমারও গল্প আছে অনেক?
কই? বলো দেখি।
আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনি
তোমার ধ্বনি!
সন্ধ্যা!
সন্ধ্যা হতে এখনও অনেক বাকি!
তাড়া কিসের?গল্প আছে অনেক!
পাশে বসে থাকো দেখি!
উৎসর্গ :
"হে ক্ষণিকের অতিথি,
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ বাহিয়া।"
(রবীন্দ্রনাথ ঠাকুর এর গানের অংশ)
নাসিফ আমের চৌধুরী
সিওমেক ৫৭
১৯/৭/২২
এখন তো মাত্র দুপুর শেষ হলো!
বিকাল সারাটা বাকি!
তাড়া কিসের?
আলো ছায়ার খেলায়
জীবনের কত আয়োজন
দেয়া হয়েছে ফাকি!
আমার এখনও তোমাকে
অনেক গল্প বলার বাকি!
চুপ করে আছো কেন?
নীরব চোখে তাকিয়ে?
ইশারা কেন দাও
আকাশে দিকে দেখিয়ে?
সন্ধ্যা হয়ে এলো বুঝি?
নাহ! মোটেও না!
সন্ধ্যা হওয়ার বাকি ঢের!
ভালোবাসা ফুরিয়েছে যখন
গল্প শেষ হয়ে আসছে অনেকের!
আমার তো অনেক গল্প বলার বাকি!
সেদিন যে তুমি বললে,
তোমারও গল্প আছে অনেক?
কই? বলো দেখি।
আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনি
তোমার ধ্বনি!
সন্ধ্যা!
সন্ধ্যা হতে এখনও অনেক বাকি!
তাড়া কিসের?গল্প আছে অনেক!
পাশে বসে থাকো দেখি!
উৎসর্গ :
"হে ক্ষণিকের অতিথি,
এলে প্রভাতে কারে চাহিয়া
ঝরা শেফালির পথ বাহিয়া।"
(রবীন্দ্রনাথ ঠাকুর এর গানের অংশ)
নাসিফ আমের চৌধুরী
সিওমেক ৫৭
১৯/৭/২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৭/২০২২দারুণ লিখেছেন।
-
মোঃজাকিরুল চৌধুরী ২০/০৭/২০২২চমৎকার হয়েছে
-
অভিজিৎ হালদার ২০/০৭/২০২২ভালো
-
ফয়জুল মহী ২০/০৭/২০২২অনন্য উপস্থাপন কবি।
শুভকামনা অহনির্শ। -
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৭/২০২২সুন্দর প্রকাশ।