www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকাশ কুসুম কল্পনা

নয়না!
যদি তুমি জানতে
তোমাকে কাছে না পাওয়ার বেদনা!
আমার আকাশ কুসুম কল্পনার
সম্পূর্ণটাই তুমি জোড়ে!
এই যে দেখ তুমি আছো
আমার গানের সুরে সুরে!
যদি তুমি জানতে
আমাকে কাছে টানতে!
ইচ্ছে হয় আকাশ থেকে
দু’মুঠো ভরে তারা নিয়ে আসি
সাজিয়ে দেই তোমার পাশে
চাঁদ হয়ে থাকো তুমি তাদেরই মাঝে!
আকাশের চাঁদ তোমাকে দেখে মুচকি হাসে!
আমার কি বা বলার আছে !
মাথা নত করে সুন্দর সব তোমারই কাছে!
ইচ্ছে হয় কাশফুল সব
সাজিয়ে রাখি তোমার পাশে!
কাশফুলের রঙ দেখে তোমায় মলিন হয়ে আসে।
কাশফুল তার পরাজয় মেনে মুচকি হাসে!
আমার কি বা বলার আছে!
পৃথিবীর সব সুন্দর মাথা নত করে তোমার কাছে!
ইচ্ছে হয় রজনীগন্ধার সুভাস দিয়ে
ঘিরে দেই তোমার চারপাশে!
ফুল তার,তোমার সুভাসের কাছে হার মেনে বসে!
আমার কি বা বলার আছে!
মাথা নত করে ‘সুভাস’ সব তোমার কাছে!
ওগো নয়না !
তোমায় নিয়ে আমার আকাশ কুসুম কল্পনার কথা
যদি জানতে !
আমাকে কাছে টানতে!

উৎসর্গ - “যার লাগি তরী বেয়ে যায়
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর ?”
(হাবিব ওয়াহিদ এর গানের দুটি লাইন)

নাসিফ আমের চৌধুরী
২৭-০৬-২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast