রজনীগন্ধা তোমার প্রিয়
যেদিন থেকে জানলাম
রজনীগন্ধ্যা তোমার প্রিয়,
সেদিন থেকে রজনীগন্ধ্যা
আমারও প্রিয় হয়ে উঠল।
চারদিক যেন রজনীগন্ধ্যার
সুগন্ধে ভরপুর,
ভালোবাসা যেন বেধেছে সুর।
আশা রাখি তবে,
একদিন তুমি আমার হবে!
যখন জানলাম
গাজরা তোমার প্রিয়
ইচ্ছে হলো পৃথিবীর সব গাজরা
যেন তোমার জন্য এনে দেই!
তোমার কালো লম্বা চুলে
গাজরা বেধে দেই!
আশা রাখি তবে
একদিন তুমি আমার হবে!
তোমাকে বলতে পারি না প্রিয় !
একটু বুঝে নিও!
তোমার কাজল মাখা চোখ দুটোকে ভালোবাসি,
আর তোমার ভুবন ভুলানো হাসি!
যদি জানতে চাও
আমার অনুভূতির ছেলেখেলা
শুরু কবে থেকে ?
"তোমার সাথে আমার যে প্রথম দেখা
সেদিন হতে।"
আশা রাখি তবে
একদিন তুমি আমার হবে।
উৎসর্গ ; কার কি আসে যায় !
নাসিফ আমের চৌধুরী
২৫/০৬/২০২২
রজনীগন্ধ্যা তোমার প্রিয়,
সেদিন থেকে রজনীগন্ধ্যা
আমারও প্রিয় হয়ে উঠল।
চারদিক যেন রজনীগন্ধ্যার
সুগন্ধে ভরপুর,
ভালোবাসা যেন বেধেছে সুর।
আশা রাখি তবে,
একদিন তুমি আমার হবে!
যখন জানলাম
গাজরা তোমার প্রিয়
ইচ্ছে হলো পৃথিবীর সব গাজরা
যেন তোমার জন্য এনে দেই!
তোমার কালো লম্বা চুলে
গাজরা বেধে দেই!
আশা রাখি তবে
একদিন তুমি আমার হবে!
তোমাকে বলতে পারি না প্রিয় !
একটু বুঝে নিও!
তোমার কাজল মাখা চোখ দুটোকে ভালোবাসি,
আর তোমার ভুবন ভুলানো হাসি!
যদি জানতে চাও
আমার অনুভূতির ছেলেখেলা
শুরু কবে থেকে ?
"তোমার সাথে আমার যে প্রথম দেখা
সেদিন হতে।"
আশা রাখি তবে
একদিন তুমি আমার হবে।
উৎসর্গ ; কার কি আসে যায় !
নাসিফ আমের চৌধুরী
২৫/০৬/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/০৬/২০২২
-
শ.ম. শহীদ ২৬/০৬/২০২২বেশ লাগলো।
-
অভিজিৎ হালদার ২৬/০৬/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৬/২০২২ভাল।
-
এম এম হোসেন ২৬/০৬/২০২২চমৎকার।
অবিরাম শুভকামনা!