www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম জগত


প্রেম তুমি অবিনাশ ,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বনাশ ।
তুমি দিয়েছ তরুণকে প্রাণ ,
কেড়ে নিয়েছেও তবে ,
তুমি দিয়েছ তরুণীকে প্রাণ ,
কেড়ে নেও একইভাবে ।
এ জগত প্রেমময় যত দিন রবে ।।
তুমি ফুটিয়েছ তরুণের মুখে
জগত ঢালা হাসি ,
তুমিই আবার কেড়ে  নিলে সব ,
জগত জীবন বাসি ।
তুমি দিয়েছ তরুণীর চোখে
সহস্র স্বপ্নরাজি ,
ধুলো দিয়ে তবে তোমার নাম নিয়ে ,
প্রেমের সাথে ধোঁকাবাজি ।
হে প্রেম ! তুমি কলুষিত নও ,
কলুষিত করেছে তোমাকে এ জগত ,
চোখে মুখে ঠোটে আজ মিথ্যে প্রেম ,
নষ্ট প্রেমের দাওয়াত ।
অপ্রাপ্ত বয়সে যাকে
ধরেছে প্রেমে ,
ধরেছে সত্য প্রেমের লীলায় ,
সেই প্রেম তবে খাটি ,
তবুও ধরা ছোয়ার অন্তরায় ।
এমনইভাবে নষ্ট হয় তাজা তাজা কত প্রাণ ।
তারপরও প্রেম তোমার দিকে সব অন্তরের আহ্বান ।
সহস্র হাজার কালো দিক থাক ,
প্রেম তুমি আমার কাছে শ্রেষ্ঠ ।
পরিপক্ক প্রেম , সত্য প্রেম ,
হিংসাকে করেছে নষ্ট ।
প্রেম তুমি সর্বনাশ , তারপরও শ্রেষ্ঠ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অমলীন প্রেম :: !! :::::
  • আহমেদ তারেক শুভ ১২/০৬/২০১৬
    এক কথায় অসাধারণ।।তবে আমার মনে হল এই কবিতা লিখা হয়েছে টিন এজারদের প্রেম নিয়ে...।জগত প্রেমার দের নিয়ে নয়...।
  • Aha prem
    Tumi Ki?
    Kokhono Hasaw, kokhono kadaw

    কখনো আবার কবিতা লেখাও!!!
    ধন্যবাদ
 
Quantcast