তুমি
তুমি প্রীতিময় কাঞ্চন
যেন সুরভিতম ,
প্রীতিশ্বাস কাটে পাশ
থাকই বা ক্ষণ যত ।
তোমাতে আমি যেন
আমাতে তুমি ,
প্রাণপণে ভাসি ভাল ,
সুমিষ্ট তোমার হৃদয় ভূমি ।
তুমি বিনা ক্ষণ যেন
রুদ্ধ হয় শ্বাস ,
ক্ষণিকে আসে যায়
প্রেম বিশ্বাস ।
তোমার স্পর্শ যতই
ক্ষণ হোক
যত্ন অযত্নে তুমি প্রিয়
চির লাবণ্যময়ী রূপ ।
যেন সুরভিতম ,
প্রীতিশ্বাস কাটে পাশ
থাকই বা ক্ষণ যত ।
তোমাতে আমি যেন
আমাতে তুমি ,
প্রাণপণে ভাসি ভাল ,
সুমিষ্ট তোমার হৃদয় ভূমি ।
তুমি বিনা ক্ষণ যেন
রুদ্ধ হয় শ্বাস ,
ক্ষণিকে আসে যায়
প্রেম বিশ্বাস ।
তোমার স্পর্শ যতই
ক্ষণ হোক
যত্ন অযত্নে তুমি প্রিয়
চির লাবণ্যময়ী রূপ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় শর্মা ২২/০৫/২০১৬সুন্দর।
-
শাহারিয়ার ইমন ২০/০৫/২০১৬সুন্দর
-
আব্দুল মান্নান মল্লিক ২০/০৫/২০১৬দারুণ প্রকাশ করেছেন প্রিয় কবি। অনেক অনেক ধন্যবাদ।
-
এস, এম, আরশাদ ইমাম ১৯/০৫/২০১৬ভালো লাগল।