এইটুকু প্রেম দিও
আর কভু পাই বা না পাই,
এইটুকু প্রেম এখন দিও,
হৃদয়ের যাতনা ভুলি,
অনুভবি আপনারে স্বীয়,
এইটুকু প্রেম দিও।
আর কভু দেখি বা না দেখি,
যতক্ষণ সামনে থাক,
এতটুকু বাস ভালো,
প্রেমী তোমারে হৃদয় গহিনে,
অন্তরে অন্তর
প্রিয়।
এতটকু চাহি, অন্তত গোপনে বাস মোরে,
এতটুকু আশ, সুখে রাখি আপনারে,
অন্তরে অন্তর প্রিয়,
এতটুকু প্রেম দিও।
এইটুকু প্রেম এখন দিও,
হৃদয়ের যাতনা ভুলি,
অনুভবি আপনারে স্বীয়,
এইটুকু প্রেম দিও।
আর কভু দেখি বা না দেখি,
যতক্ষণ সামনে থাক,
এতটুকু বাস ভালো,
প্রেমী তোমারে হৃদয় গহিনে,
অন্তরে অন্তর
প্রিয়।
এতটকু চাহি, অন্তত গোপনে বাস মোরে,
এতটুকু আশ, সুখে রাখি আপনারে,
অন্তরে অন্তর প্রিয়,
এতটুকু প্রেম দিও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৭/২০২২আপনার লেখা খুবই চমৎকার। তবে যতিচিহ্নের ব্যবহারের দিকে মনোযোগ দেওয়া দরকার।
-
দেবাশীষ দিপন ০৭/০২/২০১৬সুন্দর!
-
মাহাবুব ০৬/০২/২০১৬বেশ ভালো প্রকাশ, ভালো লাগলো।
-
মনিরুজ্জামান জীবন ০৬/০২/২০১৬অসাধারণ।
-
হরেকৃষ্ণ দে ০৫/০২/২০১৬ভালোবাসার প্রত্যাশা পেলাম কাব্যিক মাত্রাতে।ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
-
মুছাদুল ইসলাম ০৫/০২/২০১৬ভালো। তবে ভাষা একটু সাবলীল হতে হত।
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৫/০২/২০১৬বেশতো
-
বিদ্রোহী ফাহিম খান ০৫/০২/২০১৬অনেক সুন্দর