হৃদয়ের বাতায়নে
হৃদয়ের বাতায়ন দাও খুলে,
অন্তর গভীর করে,
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও,
জগত জীবন প্রেম ভরে।
হৃদয়ের বাতায়নে পেতে আসন,
আলাপ কর দীর্ঘক্ষণ।
আমি শোনব, শোনাব তোমাকে
প্রেমগাথা সারাক্ষণ।
হৃদয়ের বাতায়ন মুক্ত করে দাও।
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও।
সন্ধ্যা পোহাক, রাত্রি যাক তোমাকে দেখে,
চোখে চোখ রেখে, আজই চোখে চোখ রেখে।
ঝি ঝি দিবে তান, উঠবে সুর ভালোবাসার গানে,
কন্ঠে কন্ঠ মিলিয়ে তুমি গাবে গান, আপন বাতায়নে।
হৃদয়ের বাতায়ন দাও খুলে,
অন্তর গভীর করে,
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও
পুনরায় জগত জীবন প্রেম ভরে।
অন্তর গভীর করে,
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও,
জগত জীবন প্রেম ভরে।
হৃদয়ের বাতায়নে পেতে আসন,
আলাপ কর দীর্ঘক্ষণ।
আমি শোনব, শোনাব তোমাকে
প্রেমগাথা সারাক্ষণ।
হৃদয়ের বাতায়ন মুক্ত করে দাও।
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও।
সন্ধ্যা পোহাক, রাত্রি যাক তোমাকে দেখে,
চোখে চোখ রেখে, আজই চোখে চোখ রেখে।
ঝি ঝি দিবে তান, উঠবে সুর ভালোবাসার গানে,
কন্ঠে কন্ঠ মিলিয়ে তুমি গাবে গান, আপন বাতায়নে।
হৃদয়ের বাতায়ন দাও খুলে,
অন্তর গভীর করে,
হৃদয়ের বাতায়নে আমাকে আসতে দাও
পুনরায় জগত জীবন প্রেম ভরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০১/০২/২০১৬সুন্দর কথা
-
হরেকৃষ্ণ দে ২৯/০১/২০১৬অপুর্ব লাগলো।প্রেম ভরে উঠুক সকল প্রানে।প্রানের পরশ লাগুক প্রানে,রচিত হোক ভালোবাসার গান।মঙ্গল শঙ্খ বেজে উঠুক অন্তরের টানে।সব ভেদাভেদ ভুলে এক হই এই কবিতার সুরে।শুভেচ্ছা নেবেন।
-
মাহাবুব ২৮/০১/২০১৬ভালো লাগলো কবিতাটা কবি,দারুণ।
-
... ২৮/০১/২০১৬ভালো থাকুন থাকুন কবি।
-
মনিরুজ্জামান জীবন ২৮/০১/২০১৬নান্দনিক ছোঁয়ায় অপূর্ব!
তারুণ্য নতুন প্রাণের উচ্ছ্বাস,
আমার কবিতার পাতায় আপনাকে স্বাগতম। -
ধ্রুব রাসেল ২৮/০১/২০১৬ভাল লাগলো।
-
বিদ্রোহী ফাহিম খান ২৭/০১/২০১৬ভালো লিখেছেন॥ শুভেচ্ছা॥