ওগো ধরার সবচেয়ে সুন্দর প্রাণ
ওগো! ধরার সবচেয়ে সুন্দর প্রাণটি,
পৃথিবীর সবই নির্মম হয়ে যায় কোন কোন বার,
ঐ নিয়মের ব্যতিক্রম তুমিও তো নও,
রূপ দেখাও নি যদি কোন কোন বার।
ওগো! রাতের আধার ঠেলে,
সূর্য ওঠে নাক নিজ প্রাণ স্পন্দনে,
আমিও এরকমই, ব্যতিক্রম নই তো,
কখনও জাগিনি ঘুম থেকে জাগার উদ্দেশ্যে,
ওঠেছি কেবল তোমার জন্যে,
আরও একটি দিন যদি তোমাকে কাছে পাই,
একটি ক্ষণ, একটি মুহুর্ত জীবিত থেকে
দেখে তোমাকে চোখ রাঙাব বলে।
ওগো! ধরার সবচেয়ে সুন্দর প্রাণ,
তুমি আজ নেই যে,
আমারও ধরার মাঝে।
পৃথিবীর সবই নির্মম হয়ে যায় কোন কোন বার,
ঐ নিয়মের ব্যতিক্রম তুমিও তো নও,
রূপ দেখাও নি যদি কোন কোন বার।
ওগো! রাতের আধার ঠেলে,
সূর্য ওঠে নাক নিজ প্রাণ স্পন্দনে,
আমিও এরকমই, ব্যতিক্রম নই তো,
কখনও জাগিনি ঘুম থেকে জাগার উদ্দেশ্যে,
ওঠেছি কেবল তোমার জন্যে,
আরও একটি দিন যদি তোমাকে কাছে পাই,
একটি ক্ষণ, একটি মুহুর্ত জীবিত থেকে
দেখে তোমাকে চোখ রাঙাব বলে।
ওগো! ধরার সবচেয়ে সুন্দর প্রাণ,
তুমি আজ নেই যে,
আমারও ধরার মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১২/১২/২০১৫বেশ সুন্দর
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১১/১২/২০১৫ভালো লাগলো