www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যের লড়াই

সত্যের দিকে হাটিয়া চলিলাম দিতে হবে খাঁটি দাম,
স্বদেশ গড়িতে রক্ত দিয়ে বাঁচাবো মানব প্রাণ।
পৃথিবী আজ উঠেছে কেঁপে মিথ্যার কলরবে,
সত্য মরছে মিথ্যার ছোবলে একথা কে কারে কবে।
দুস্ত জাতি সত্যকে ভুলে মিথ্যা লয়ে করে খেলা,
সবিতে দেখিবে মিথ্যার আসর মিথ্যার কোটি মালা।
সত্যের পথে স্বল্প প্রথিক ভয়তে কাঁপে বুক,
আগুনের শিখায় পাপীদের রোষে রয়েছে সবে চুপ।
বিদ্রোহ আজ মনের খাঁচাতে হয়েছে শিখল বন্ধ,
রক্তের হোলি চারি দিকে খেলে মানব হয়েছে অন্ধ।
দেশ প্রেম ক্ষুণ্ন হয়েছে জীর্ন হয়েছে বাক স্বাধীনতা,
সত্যের আড়ালে মিথ্যা লালিত বিষণ্ন মানবতা।
সবাই ভীত সত্যের পথে আসেনা কেহ সাথে,
একাকী আমি এগিয়ে চলিবো সত্যের পতাকা হাতে।
করিবো না নত, উঁচিয়ে মস্তক চলিবো সবার আগে,
সত্যের জন্য করিবো লড়াই, দিবো রক্ত প্রাণ যা কিছু লাগে।
সত্যের জয় চির দিন হয় শুনেছি মায়ের মুখে,
বিদ্রোহের ধ্বনিতে দংশিব মিথ্যা দুর্নীতি দেবো রুখে।
আমি দুর্বার ঘুর্ণি হয়ে ছুটে চলিবো সত্যের প্রাণে,
প্রতিবাদের স্রোতে ভাসিবো মোরা স্বদেশেরি গানে।
উঠিবে ঝড় সত্যের পথে দিতে হবে বলিদান,
মোদের রক্তে লোহিত সাগর রাখিবে সত্যের মান।
রাজনীতি নয় ধর্ম যুদ্ধ মিথ্যার আলোকে চলা,
স্বদেশ হিতে একলা চলিতে সততার কথা বলা।
আমি ক্ষুদ্র তুচ্ছ নয় সত্যের পতাকা হাতে,
লড়িবো মিথ্যার বিরুদ্ধে প্রভু আছেন আমার সাথে।
আমি অকুতভয় সত্যের আলোকে বিদ্রোহ এনেছি ডেকে,
ফিরিয়ে আনিবো সত্যের আলোকে যাহারা গিয়েছে বেঁকে।
সত্যের দিকে এগিয়ে চলিলাম দিয়ে যাবো খাঁটি দাম
নিজ রক্তেতে গড়িবো স্বদেশ বাঁচাতে দেশের মান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast